Image

যেভাবে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে যাবে বাংলাদেশ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 14 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
যেভাবে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে যাবে বাংলাদেশ

যেভাবে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে যাবে বাংলাদেশ

যেভাবে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে যাবে বাংলাদেশ

এক ম্যাচ হেরে গিয়েও চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলতে পারে বাংলাদেশ। ভারতের কাছে প্রথম ম্যাচে ৬ উইকেটের পরাজয়, তবুও পরের পর্বে যাওয়ার সম্ভাবনা আছে নাজমুল হোসেন শান্তদের। বাকি দুই ম্যাচ জিতলে তো বটেই, একটি মাত্র ম্যাচ জিতেও সেমিতে যেতে পারে বাংলাদেশ।

গ্রুপে টাইগারদের বাকি দুটি ম্যাচই পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। ২৪ ফেব্রুয়ারি প্রতিপক্ষ নিউজিল্যান্ড, ২৭ ফেব্রুয়ারি শেষ ম্যাচে স্বাগতিক পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলেতে হলে গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে বাংলাদেশকে জিততেই হবে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ—শুধুমাত্র একটি জয়ই টাইগারদের সেমিফাইনালের স্বপ্নকে বাঁচিয়ে রাখবে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে।

তবে এক ম্যাচ জিতেও একাধিক অংক পেরিয়ে সেমিফাইনাল খেলতে পারে বাংলাদেশ। 'এ' গ্রুপে থাকা ৪ দল এখন পর্যন্ত খেলেছে ১টি করে ম্যাচ। পৃথক জয়ে ভারত ও নিউজিল্যান্ড অবস্থান করছে সেরা দুইয়ে। তিন নম্বরে বাংলাদেশ, আর রান রেটে পিছিয়ে পাকিস্তানের জায়গা হল চারে। 

সেমিফাইনালের টিকিট পেতে হলে বাংলাদেশের প্রথম করণীয়, বাকি থাকা দুই ম্যাচেই জয় নিশ্চিত করা। রাওয়ালপিন্ডিতে প্রথমে হারাতে হবে নিউজিল্যান্ডকে, এরপর স্বাগতিক পাকিস্তানকে। এই দুই ম্যাচ জিতলে বাংলাদেশ পয়েন্ট টেবিলে পাবে মোট ৪ পয়েন্ট। ভারত যদি পরের দুই ম্যাচেই (পাকিস্তান, নিউজিল্যান্ড) জয় পায়, বাংলাদেশও দুই ম্যাচে জিতে (নিউজিল্যান্ড, পাকিস্তান) নিশ্চিতভাবে দুই নম্বরে থেকে সেমির টিকিট হাতে পাবে।  

ভারত ও নিউজিল্যান্ড যদি একটি করে ম্যাচ জিতে তাহলে তাদেরও হবে ৪ পয়েন্ট। তখন গুরুত্বপূর্ণ হয়ে উঠবে নেট রান রেট। এই হিসেবে কোনো এক দলকে রান রেটে টপকাতে পারলেই সেমি নিশ্চিত হয়ে যাবে টাইগারদের।

বাংলাদেশ যদি কেবল ১টি ম্যাচ জিতে তাহলে পয়েন্ট হবে ২। জেতা ম্যাচটি যদি হয় নিউজিল্যান্ডের বিরুদ্ধে, তাহলে পাকিস্তান-ভারত, নিউজিল্যান্ড-ভারত ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে। দুই ম্যাচেই ভারতের জয় কামনা করতে হবে টাইগারদের। 

বাংলাদেশের সেমির আশা নির্ভর করছে, বাকি দুটি ম্যাচ জেতা এবং উচ্চতর নেট রান রেট নিশ্চিত করার ওপর। পাকিস্তান যদি ভারতের কাছে তারপর বাংলাদেশের কাছে হারে তারা পড়বে বাদ। বাংলাদেশকে শেষ চারের দৌড়ে আরও ভালো শট দেবে। যদি বাংলাদেশ পাকিস্তানের বিরুদ্ধে এনআরআর বুস্ট করতে পারে সুযোগ আরও ভালোভাবে তৈরি হবে। 

বিবেচনা করার মূল বিষয়গুলি-

নিউজিল্যান্ডের ফর্ম: পাকিস্তানের বিরুদ্ধে ৬০ রানে জয়ের পরে শক্তিশালী নেট রান রেট (+১.২০০) সহ, নিউজিল্যান্ড সেমিফাইনালে জায়গা নিশ্চিত করার জন্য ভাল অবস্থানে রয়েছে।
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের পারফরম্যান্স:যদি পাকিস্তান ভারতকে বিপর্যস্ত করে, তাহলে বাংলাদেশের যোগ্যতা অর্জনের পথকে জটিল করে তুলবে।
নেট রান রেট যুদ্ধ: একাধিক দল যদি চার পয়েন্টে শেষ করে, তাহলে তাদের নেট রান রেট বাড়াতে বাংলাদেশের বড় জয়ের প্রয়োজন হবে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three