শ্রীলঙ্কাকে ১৮৬ রানে অলআউট করে বাংলাদেশ জিতল ১০৩ রানে

শ্রীলঙ্কাকে ১৮৬ রানে অলআউট করে বাংলাদেশ জিতল ১০৩ রানে
শ্রীলঙ্কাকে ১৮৬ রানে অলআউট করে বাংলাদেশ জিতল ১০৩ রানে
টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। তবে বাংলাদেশের ব্যাটাররা দেখিয়ে দিলেন কেন এটা ছিল ভুল সিদ্ধান্ত। ব্যাট হাতে দলীয় প্রচেষ্টায় ২৮৯ রান তোলে বাংলাদেশ, এরপর বল হাতে দারুণ নৈপুণ্যে শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে দেয় মাত্র ১৮৬ রানে। ফলে ১০৩ রানের বিশাল জয় পায় বাংলাদেশ।
৬ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে বড় জয় পেল আজিজুল হাকিম তামিমের দল। ম্যাচটিতে ১০৩ রানের বিশাল ব্যবধানে শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশের যুবারা। আগামী ২৬ এপ্রিল শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৬ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
বাংলাদেশের ইনিংসে ব্যাট হাতে আলো ছড়ান চার ব্যাটার কালাম সিদ্দিকি আলীন ৫৮ রান, দেবাশীষ সরকার দেবা ৫৫ রান, রিজান হোসেন ৪৫ রান এবং জাওয়াদ আবরার ৪২ রান করেন। ইনিংসের ৪৯.৪ ওভারে অলআউট হলেও দলীয় সংগ্রহ দাঁড়ায় চ্যালেঞ্জিং ২৮৯ রান।
জবাবে শ্রীলঙ্কা ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে একসময় ম্যাচ থেকে ছিটকে পড়ে লঙ্কানরা। সামিউন বাসির রাতুল ৪৬ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট , রাফি উজ্জামান রাফি ঝলক দেখান ২১ রানে ৩ উইকেট নিয়ে , আর ইকবাল হাসান ইমন ২ উইকেট নেন ১৯ রান দিয়ে।
৪১.২ ওভারে ১৮৬ রানেই থামে শ্রীলঙ্কার ইনিংস। ফলে ১০৩ রানের বিশাল জয় পায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।