Image

ইয়াসির, নাসুমের ফিফটিতে চ্যালেঞ্জিং সংগ্রহ পেল বাংলাদেশ 'এ'

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 4 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ইয়াসির, নাসুমের ফিফটিতে চ্যালেঞ্জিং সংগ্রহ পেল বাংলাদেশ 'এ'

ইয়াসির, নাসুমের ফিফটিতে চ্যালেঞ্জিং সংগ্রহ পেল বাংলাদেশ 'এ'

ইয়াসির, নাসুমের ফিফটিতে চ্যালেঞ্জিং সংগ্রহ পেল বাংলাদেশ 'এ'

সিলেটের মাঠে এক ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ড 'এ' দলের বিপক্ষে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। আজ কিউইদের হোয়াইটওয়াশ করার মিশনে নেমে টপ অর্ডার ব্যর্থ। তবুও বাংলাদেশ পেল ২২৭ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ। ইয়াসির আলি চৌধুরীর ৬৩ রানের ইনিংসের পর নাসুম আহমেদ শেষদিকে করেন গুরুত্বপূর্ণ ৬৭ রান। আর তাতেই বাংলাদেশের স্কোরবোর্ডে লড়াই করার মতো পুঁজি। শেষ উইকেট জুটিতে এবাদতকে নিয়ে যোগ করেন ৪৭ রান। 

একা হাতে লড়াই চালিয়ে ৯৬ বলে ৬৭ রান করে নাসুম আহমেদ। যা তিনি সাজান ৯টি চার ও ১ ছক্কায়। দলীয় ১৪৬ রানের মাথায় ৭ম উইকেট হারায় বাংলাদেশ 'এ'। দুইশোর নিয়ে গুঁটিয়ে যাওয়ার শঙ্কা জাগলেও নাসুম তা হতে দেননি। শেষদিকে এবাদত হোসেনকে সঙ্গী করে দলের সংগ্রহে ২২৭ রানে পৌঁছে দেন। শেষ উইকেটে নাসুম-এবাদতের ৪৭ রানের জুটিতে এবাদতের অবদান ২৬ বলে ১২। 

সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের গ্রাউন্ড 'টু'তে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে নুরুল হাসান সোহানের দল। টাইগারদের দুই ওপেনার এদিন পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছেন। নাইম শেখ আউট হন ইনিংসের প্রথম ওভারেই, ৬ বল খেলা নাইম রান করতে পারেন কেবল ৪।

আরেক ওপেনার এনামুল হক বিজয় ৮ বল খেলে করেন ২ রান। দুই ওপেনারের দ্রুত বিদায়ের পর সাইফ হাসান আর ইয়াসির আলি চৌধুরীর ব্যাটে অবশ্য ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তিনে নামা সাইফ করেন ৩১ রান। ইয়াসির আলি চৌধুরীর ব্যাট থেকে আসে ৬৩ রানের ইনিংস। 

আদি আশোকের বলে লেগ বিফোর হওয়ার আগে ১ রানের বেশি করতে পারেননি আফিফ হোসেন ধ্রুব। আগের ম্যাচে দলকে জিতিয়ে আসা অধিনায়ক নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত আজ অল্পতেই বিদায় নেন প্যাভিলিয়নে। এক আদি আশোকের শিকার হয়েছেন এই দুই অভিজ্ঞ ব্যাটার। সোহান ১২ রান করতে পারলেও মোসাদ্দেক থামেন ব্যক্তিগত ৪ রানে।

এরপর অবশ্য নাসুম আহমেদ লড়াই চালিয়ে দলের সংগ্রহ বাড়িয়ে নেওয়ার কাজটা করেন। ২৬ বল মোকাবিলা করে মাঝে তাকে সঙ্গ দেন নাইম হাসান। ইনিংসের ৪২তম ওভারে বাউন্ডারি হাঁকিয়ে ৭৮ বলে ফিফটি পূর্ণ করেন নাসুম আহমেদ। ব্যক্তিগত ৬৭ রানে নাসুম আউট হলে ২২৭ রানে গুঁটিয়ে যায় বাংলাদেশ 'এ' দলের ইনিংস।  

Details Bottom
Details ad One
Details Two
Details Three