বিসিবি পাকিস্তানে দল পাঠাবে কি না, সেই সিদ্ধান্ত আরও পরে
- 1
রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের পাশে ড্রোন হামলা, বন্ধ পিএসএল
- 2
হার্দিক পান্ডিয়া, আশিষ নেহরার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে আইপিএল
- 3
শুরুতেই নেই জাওয়াদ আবরার, এরপর তামিম-কালামের প্রতিরোধ
- 4
১০ দিনের জন্য ভারতের রামকৃষ্ণন শ্রীধরকে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা
- 5
পিএসএলে অংশ নেওয়া রিশাদ-নাহিদ রানাদের নিরাপত্তা নিয়ে সতর্ক বিসিবি

বিসিবি পাকিস্তানে দল পাঠাবে কি না, সেই সিদ্ধান্ত আরও পরে
বিসিবি পাকিস্তানে দল পাঠাবে কি না, সেই সিদ্ধান্ত আরও পরে
ভারত-পাকিস্তানে যুদ্ধের দামামা। তবুও বাংলাদেশ দলের পাকিস্তান সফর হওয়ার সম্ভাবনা আছে প্রবলভাবে। ১০ মে পর্যন্ত পাকিস্তানের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বিসিবি। এরপর তারা পাকিস্তানে দল পাঠানো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। যদি সবকিছু ঠিক থাকে, ২১ মে বাংলাদেশ দল পৌঁছাবে পাকিস্তানে। ২৫ মে ফয়সালাবাদে শুরু হয়ে ৩ জুন লাহোরে শেষ হবে সিরিজ।
পাকিস্তান ও ভারতের মধ্যকার রাজনৈতিক অস্থিরতা তুঙ্গে। খবর আসছে দুই দেশেরই একে অপরের ওপর হামলার। পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সতর্ক বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কারণ, চলতি মাসেই যে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের পাকিস্তান সফরে যাওয়ার কথা। পাকিস্তানে যাবার আগে অবশ্য শারজাহতে ২ টি টি-টোয়েন্টি খেলবে টাইগাররা।
১৯ মে আরব আমিরাতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলে ২১ মে পাকিস্তানে যাবে টাইগারারা। সেখানে স্বাগতিকদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবে তারা।
সর্বব্যাপী যুদ্ধের ঝুঁকি বিবেচনায় উভয় দেশের পিছিয়ে আসার সম্ভাবনা দেখলেও পরিস্থিতি জটিল হওয়ার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা। তাই পাকিস্তানের নিরাপত্তা নিয়ে ভাবতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। পাকিস্তান সফর এখনই স্থগিত করার কোনো সিদ্ধান্ত নেয়নি বিসিবি। সভাপতি ফারুক আহমেদ ও বোর্ড পরিচালকেরা আরও কয়েক দিন পাকিস্তানের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে বিসিবি নিয়মিত যোগাযোগ রাখছে।
উল্লেখ্য, কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার শোধ নিতে ভারত বুধবার প্রথম প্রহরে পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। জবাবে পাকিস্তান ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে গোলা বর্ষণ করে।
বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সূচি-
২১ মে- বাংলাদেশ দল পৌঁছাবে পাকিস্তান
২৫ মে- ১ম টি-টোয়েন্টি, ইকবাল স্টেডিয়াম, ফয়সালাবাদ
২৭ মে- ২য় টি-টোয়েন্টি, ইকবাল স্টেডিয়াম, ফয়সালাবাদ
৩০ মে- ৩য় টি-টোয়েন্টি, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর
১ জুন- ৪র্থ টি-টোয়েন্টি, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর
৩ জুন- ৫ম টি-টোয়েন্টি, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর।
আরব আমিরাত ও পাকিস্তান সিরিজের জন্য বাংলাদেশ দল-
লিটন দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, জাকের আলি অনিক, শামীম হোসেন পাটোয়ারি, তাওহীদ হৃদয়, শেখ মেহেদী (সহ-অধিনায়ক), রিশাদ হোসেন, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।