Image

বিপিএলের মান নিয়ে সন্তুষ্ট মিকি আর্থার

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বিপিএলের মান নিয়ে সন্তুষ্ট মিকি আর্থার

বিপিএলের মান নিয়ে সন্তুষ্ট মিকি আর্থার

বিপিএলের মান নিয়ে সন্তুষ্ট মিকি আর্থার

৬ ম্যাচের প্রতিটিতেই জিতে বিপিএলের টেবিল টপার রংপুর রাইডার্স। তাই দলের খেলোয়াড় থেকে কোচ সবাই আছেন ফুরফুরে মেজাজে। শনিবার বিপিএলের কোনো ম্যাচ নেই। এদিন গণমাধ্যমের কাছে দল ও খেলোয়াড় নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন রংপুর রাইডার্সের প্রধান কোচ মিকি আর্থার। 

মিকি আর্থার বলেন, "আমার মনে হয় খেলোয়াড়রা তাদের যে ভূমিকা দেওয়া হচ্ছে, তারা যেভাবে চাইছি সেভাবেই পূরণ করছে। মাঠে তাদের খুব দুর্দান্তভাবে মেলে ধরছে। আমি খুব খুব খুশি। এটা খুবই প্রতিভাবান খেলোয়াড়দের দল।" 

প্রচন্ড শিশিরের কারণেও মানিয়ে নিতে সমস্যা হচ্ছে না রংপুরের খেলোয়াড়দের। জানালেন মিকি আর্থার, "আমাদের স্কোয়াড আছে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার। আমাদের তিনটা রাতের ম্যাচ ছিল ঢাকায়। তখন এত বেশি শিশির ছিল না, তবে কিছুটা ছিল। আমার মনে হয় খেলোয়াড়দের স্কিলসেট আছে মানিয়ে নেওয়ার।"

এবারের বিপিএলে টানা বল করে যাচ্ছেন স্পিডস্টার নাহিদ রানা। তিনি যেনো ইনজুরিতে না পড়েন এবং ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা ঠিক থাকে তাই পরবর্তীতে তাতে বিশ্রাম দেয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে রংপুর রাইডার্সের প্রধান কোচ বলেন,

"আমরা দেখবো সে কীভাবে যাচ্ছে। খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া খেলানোর মধ্যে একটা ভারসম্যের জায়গা আছে। বেশি বল করানো বা কম বল করানোর মধ্যে। মাত্র ২৪টা বল করতে হয় ম্যাচে, আমরা দেখবো এটা কীভাবে যায়। আমরা যদি তাকে বিশ্রাম দেওয়ার সুযোগ পাই, তাহলে দেবো। এখন বসে এই পরিকল্পনা করা যে এখানে বা ওখানে বিশ্রাম দেবো এটা কঠিন। আমাদের খুব ভালো ফর্মুলা আছে যেটাতে খেলতে পছন্দ করি, আমাদের দুজন পেসার আছে যারা মিডলে বল করে; স্পিনাররাও ভালো করছে। এটা খুব গুরুত্বপূর্ণ যে আমরা এটা ধরে রাখবো ও মেইনটেইন করবো। আমরা তাকে বিশ্রাম দেবো কি না, সে ক্লান্ত হচ্ছে কি না তা ঠিক করবে; আমরা দেখবো সামনে এটা কেমন হয়।"

চারিদিকে বিপিএলের মান নিয়ে সবাই যেখানে প্রশ্ন তোলে সেখানে মিকি আর্থার সন্তুষ্টি প্রকাশ করেছেন বিপিএলের মান নিয়ে, "খুবই ভালো। আমার মনে হয় যেটা আমার কাছে সবচেয়ে ভালো করেছে বিপিএলকে, কন্ডিশন খুব আলাদা; বিশেষ করে বিদেশিদের জন্য। তাদের জন্য এখানে আসা ও খেলা বড় একটা অভিজ্ঞতা। তাদের খুব খুব ভালো কিছু খেলোয়াড় আছে। আমার মনে হয় খেলার স্ট্যান্ডার্ড ও প্রতিদ্বন্দ্বীতা খুবই ভালো। আমার মনে হয় দলগুলোর সবার নিজস্বতা আছে, যেটা প্রতিটা ম্যাচকেই গুরুত্বপূর্ণ করেছে।"

বিপিএল ছেড়ে এবার আসা যাক অন্য প্রসঙ্গে। রংপুরকে টানা জেতানোর সাফল্যে আছে প্রধান কোচ মিকি আর্থারের নাম। তাছাড়া পাকিস্তান সহ জাতীয় দলের ও কোচিং করানোর অভিজ্ঞতা আছে এই কোচের। তাই অনেকেই তাকে দেখতে চায় বাংলাদেশ জাতীয় দলের কোচ হিসাবে। এই প্রসঙ্গে তাকে জিগ্যেস করা হলে মিকি আর্থার বলেন,

"দেখুন, আমি এখন রংপুরকে বিপিএল জেতানো নিয়ে চিন্তা করছি। এরপর এসব নিয়ে ভাববো।" আবার তাকে প্রশ্ন করা হয়, 'তাহলে ভাববেন?' জবাবে ইতিবাচক উত্তর দিয়ে এই কোচ বলেন, "ইয়াহ! আমরা দেখবো কী হয় (হাসি)।"

Details Bottom
Details ad One
Details Two
Details Three