Image

অদম্য কাপ লঞ্চ: তরুণ ক্রিকেটারদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
অদম্য কাপ লঞ্চ: তরুণ ক্রিকেটারদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার

অদম্য কাপ লঞ্চ: তরুণ ক্রিকেটারদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার

অদম্য কাপ লঞ্চ: তরুণ ক্রিকেটারদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার

১৪ জানুয়ারি, ২০২৫ রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে লঞ্চ করা হলো অনূর্ধ্ব-১৪ ক্রিকেট টুর্নামেন্ট ‘অদম্য কাপ’। আয়োজকরা জানান, এই টুর্নামেন্টের মাধ্যমে দেশের তরুণ প্রতিভাবান ক্রিকেটারদের জন্য একটি শক্তিশালী মঞ্চ তৈরি হবে, যা ভবিষ্যতে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে তাদের সফলতার ভিত্তি স্থাপন করবে।

টুর্নামেন্টের বিশেষ দিক
‘অদম্য কাপ’ অনূর্ধ্ব-১৪ ক্রিকেটারদের জন্য একটি টি-১০ ফরম্যাটের টুর্নামেন্ট, যা নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে ১৬টি ক্রিকেট একাডেমি। টুর্নামেন্টটি ১৯ থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত কলাবাগান ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে।

আয়োজক ও সহযোগী প্রতিষ্ঠান
এই টুর্নামেন্টটি যৌথভাবে আয়োজন করছে স্পর্টিনিয়ার এবং স্পোর্টস নাইন্টি সেভেন। তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতে ইয়ুথ পার্টনার হিসেবে যুক্ত হয়েছে জেসিআই বাংলাদেশ। এছাড়া স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে রয়েছে অ্যাকটিভ পালস বাংলাদেশ।

অনুষ্ঠানের ফটোগ্রাফি এবং ভিজ্যুয়াল কভারেজের দায়িত্বে রয়েছে সাইবার্টন স্টুডিও। অন্যদিকে, পার্টনার হিসেবে থাকছে বেস্ট এক্সপ্রেস, স্পোর্ডিয়াম এবং আইটিসি।

আয়োজকদের বক্তব্য
অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ‘অদম্য কাপ’ তরুণ ক্রিকেটারদের জন্য একটি অনন্য সুযোগ। টুর্নামেন্টটি শুধু তাদের প্রতিভা প্রদর্শনের মঞ্চই নয়, বরং এর মাধ্যমে তাদের ভবিষ্যতের ক্রিকেট ক্যারিয়ারের ভিত্তি তৈরি হবে। তরুণদের এই আয়োজন তাদের আত্মবিশ্বাস বাড়াতে এবং পেশাদার জীবনে একটি উল্লেখযোগ্য অভিজ্ঞতা হিসেবে কাজ করবে।

টুর্নামেন্টের লক্ষ্য ও গুরুত্ব
এই টুর্নামেন্টের মূল লক্ষ্য রাজধানীর প্রতিভাবান অনূর্ধ্ব-১৪ ক্রিকেটারদের খুঁজে বের করা এবং তাদের দক্ষতা বিকাশে সহায়তা করা। আয়োজকরা আশাবাদী, ‘অদম্য কাপ’ দেশের ক্রিকেটে নতুন প্রতিভার সন্ধান এনে ক্রিকেটকে আরও এক ধাপ এগিয়ে নেবে।

উৎসবমুখর পরিবেশে শুরু হতে যাচ্ছে প্রতিযোগিতা
১৯ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া এই টুর্নামেন্ট নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। তরুণ প্রতিভাবান ক্রিকেটারদের দক্ষতা দেখার জন্য ক্রিকেটপ্রেমীরা মুখিয়ে আছেন। অনুষ্ঠান শেষে আয়োজকরা টুর্নামেন্টের সাফল্যের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

Details Bottom
Details ad One
Details Two
Details Three