মিরপুরে আরেক মাইলফলকে বাংলাদেশ, আলোচনার কেন্দ্রবিন্দুতে তাইজুলের স্বপ্ন শুরু না হওয়া যাত্রা
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 21 মিনিট আগে-
1
দ্বিতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ, ফলো অনের শঙ্কায় আয়ারল্যান্ড
-
2
মিরপুরে ইতিহাস ছুঁয়ে আবেগাপ্লুত মুশফিক: দাদা-দাদী ও নানা-নানীকে উৎসর্গ সেঞ্চুরি
-
3
মিরপুরে রেকর্ডের বন্যা: আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাট করে ইতিহাস গড়ল বাংলাদেশ
-
4
করপোরেট ক্রিকেট কার্নিভালে শুক্রবার মাঠে নামছে ওয়ালটন
-
5
টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি এখন তাইজুল ইসলাম
মিরপুরে আরেক মাইলফলকে বাংলাদেশ, আলোচনার কেন্দ্রবিন্দুতে তাইজুলের স্বপ্ন শুরু না হওয়া যাত্রা
মিরপুরে আরেক মাইলফলকে বাংলাদেশ, আলোচনার কেন্দ্রবিন্দুতে তাইজুলের স্বপ্ন শুরু না হওয়া যাত্রা
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের সবুজ-ধূসর উইকেটের ওপর শুক্রবার যেন খুলে গেল বাংলাদেশের টেস্ট ইতিহাসের নতুন অধ্যায়। দলের আধিপত্যে সাজানো দিনের সবচেয়ে বড় আলোচনাটা ঘুরপাক খেয়েছে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামকে ঘিরে।যিনি সাকিব আল হাসানের পাশে গিয়ে দাঁড়ালেন বাংলাদেশের টেস্ট ইতিহাসের সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায়।
প্রথমে জানা গেল তাইজুলের অনুভূতির কথা।ক্যারিয়ারের শুরুতে কোনো ব্যক্তিগত রেকর্ড ছিল না তার লক্ষ্য। তিনি বলেন, "আসলে প্রত্যেক খেলোয়াড়েরই একটা লক্ষ্য থাকে যে, আমি জাতীয় দলে খেলব। প্রথম লক্ষ্য এটা থাকে। কিন্তু জাতীয় দলে খেলার পর কতদূর যাব, হয়তো অনেকের লক্ষ্য থাকে, কিন্তু ব্যক্তিগতভাবে এরকম কোনো লক্ষ্য আমার ছিল না যে, আমি এখানে শেষ করব বা এই পর্যন্ত যাব। চেষ্টা করব যতদূর যেতে পারি আমার ক্যারিয়ারের শেষ পর্যন্ত।"
মিরপুর টেস্টের তৃতীয় দিনে আয়ারল্যান্ডের প্রথম ইনিংস ২৬৫ রানে থামানোর পথে তাইজুল বল হাতে ছিলেন অসাধারণ; ৭৬ রানে নিয়েছেন ৪ উইকেট। শেষ ব্যাটার ম্যাথু হামফ্রিসকে আউট করেই সাকিবের পাশে পৌঁছে যান তিনি দুজনেরই সমান ২৪৬ উইকেট। উল্লেখযোগ্য বিষয় হলো, সাকিব যেখানে খেলেছেন ৭১ টেস্ট, সেখানে মাত্র ৫৭তম টেস্টেই তার রেকর্ড স্পর্শ করেছেন তাইজুল।
তারপর আসে পেশাদারিত্বের কথাটি জাতীয় দলে টিকে থাকতে পারফরম্যান্সই সবচেয়ে বড় বিষয় বলে মনে করেন এই স্পিনার। জাতীয় দলে খেললে কী প্রয়োজন তাইজুলের বক্তব্য, "আসলে জিনিসটা এমন না। আপনি যখন জাতীয় খেলবেন, তখন আপনাকে পারফরম্যান্স সব সময় করতে হবে। এটা হচ্ছে পারফরম্যান্সের জায়গা।"
২০১৭ সাল থেকে নিয়মিত হয়ে ওঠা তাইজুল জানালেন, অভিজ্ঞ সতীর্থ সাকিব আল হাসানের কাছ থেকে কতটা শিখেছেন তারা। সাকিব আল হাসানকে নিয়ে তাইজুলের শ্রদ্ধার মন্তব্য, "সাকিব ভাই যতদিন ছিলেন, বাংলাদেশ দলকে অনেক কিছু দিয়েছেন। ব্যক্তিগতভাবে উনি অনেকদিন বিশ্বের এক নম্বর অবস্থানে ছিলেন। একটা মানুষ তো এক নম্বরে এমনি এমনি যেতে পারে না। অবশ্যই উনার মধ্যে ওরকম কিছু ছিল, ওরকম দক্ষতা ছিল। আমরা চেষ্টা করেছি, ওই জিনিসগুলো তার কাছ থেকে নেওয়ার জন্য এবং আমাদেরকে উনি সব সময় পরামর্শ দিতেন। নিজের অভিজ্ঞতা থেকে উনি যতটুকু পেরেছেন আমাদের সঙ্গে আলোচনা করেছেন যে, আমরা কীভাবে এগোতে পারি।"
