Image

টানা চতুর্থ জয় চিটাগং কিংসের, বরিশালকে টপকে এখন দুইয়ে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
টানা চতুর্থ জয় চিটাগং কিংসের, বরিশালকে টপকে এখন দুইয়ে

টানা চতুর্থ জয় চিটাগং কিংসের, বরিশালকে টপকে এখন দুইয়ে

টানা চতুর্থ জয় চিটাগং কিংসের, বরিশালকে টপকে এখন দুইয়ে

চিটাগং কিংস তাদের ঘরের মাঠে প্রথম ম্যাচ খেলতে নেমে পেল রোমাঞ্চকর জয়। গ্রাহাম ক্লার্কের সেঞ্চুরির পর বোলারদের সৌজন্যে সহজ জয় নিশ্চিত হয় কিংসদের। খুলনা টাইগার্সকে ৪৫ রানে হারিয়ে টুর্নামেন্টে টানা চতুর্থ জয় পেয়েছে চিটাগং কিংস। ফরচুন বরিশালকে সরিয়ে জায়গা করে নিল সেরা দুইয়ে। 

চিটাগং কিংসের জার্সিতে সাগরিকার পুরো গ্যালারি ভরে গিয়েছিল সমর্থকদের, হোম ক্রাউডকে জয় উপহার দিতে ভুল করেনি মোহাম্মদ মিঠুনের দল। গ্রাহাম ক্লার্কের সেঞ্চুরির দিনে ঘরের ছেলে পারভেজ হোসেন ইমনের ব্যাট থেকে আসে ৩৯ রানের ক্যামিও। শেষদিকে কেউ বড় ইনিংস খেলতে না পারলেও ২০০ রানের সংগ্রহ আসে চিটাগং কিংসের স্কোরবোর্ডে। 

২০১ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে খুলনা টাইগার্স ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৫ তে থামে। দারউইশ রাসুলি সর্বোচ্চ ৩৭ রান করেন। বিপিএল অভিষেক ম্যাচে খুলনার ইংলিশ ওপেনার ডমিনিক পিটার সিবলি ৮ বল খেলে করতে পারেন কেবল ৩ রান। আরেক ওপেনার মোহাম্মদ নাইম শেখের ব্যাট থেকে আসে ৭ বলে ৯।

তিনে নামা অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ঝড়ো ব্যাটিং অবশ্য টেকেনি বেশিক্ষণ। ৮ বল খেলা মিরাজ প্যাভিলিয়নে যান ১৯ রান নিয়ে। মাঝে আফিফ হোসেন ধ্রুব ব্যক্তিগত ২০ রানে উইকেট হারালে মোহাম্মদ নওয়াজ ২৫, মাহিদুল ইসলাম অংকন ১২ বলে ১৮ রান করে দলের হারের ব্যবধান কমান। 

চট্টগ্রামের হয়ে আরাফাত সানি উইকেট দখলে নেন সর্বোচ্চ ৩টি। এছাড়া শরিফুল ইসলাম ও খালেদ আহমেদ ২টি করে উইকেট নেন। চিটাগং কিংসের টানা চার জয়ের দিনে চার পরাজয়ের স্বাদ পেল মেহেদী হাসান মিরাজের দল। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three