দাপুটে জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে সাকিবের এমআই এমিরেটস
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 4 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
অ্যাশেজের বাকি দুই টেস্টে বড় ধাক্কা অস্ট্রেলিয়ার, নেই কামিন্স-লায়ন
-
2
এক ওভারে পাঁচ উইকেট: টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ইতিহাস গড়লেন ইন্দোনেশিয়ার প্রিয়ানদানা
-
3
৩২৩ রানে বিধ্বস্ত ওয়েস্ট ইন্ডিজ, ২-০ সিরিজ জয় নিউজিল্যান্ডের
-
4
রশিদ খানের বুলেটপ্রুফ জীবন: নিজের দেশে খেলতে না পারার গল্প
-
5
সিলেট টাইটান্সের নতুন আশা, এবার কিন্তু অইজিবো মানসিকতা
দাপুটে জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে সাকিবের এমআই এমিরেটস
দাপুটে জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে সাকিবের এমআই এমিরেটস
আইএল টি-টোয়েন্টি লিগে সাকিব আল হাসানের দল এমআই এমিরেটস আবারও জয় তুলে নিয়েছে। আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে গালফ জায়ান্টসকে ৮ উইকেটে হারিয়েছে এমআই এমিরেটস। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে জায়গা পাকা করেছে সাকিবের দল।
যদিও এদিন উইকেটের খাতায় নাম লেখাতে পারেননি বাংলাদেশের অলরাউন্ডার, তবু বল হাতে ছিলেন যথারীতি নিয়ন্ত্রিত। দুই ওভারে মাত্র ১০ রান খরচ করেন তিনি, ডট বল দেন ৭টি চাপ ধরে রাখার কাজটা নিখুঁতভাবেই সেরেছেন।
টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় এমআই এমিরেটস। ব্যাট করতে নেমে গালফ জায়ান্টস ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে তোলে ১৪১ রান। দলের হয়ে মঈন আলী সর্বোচ্চ ৫১ রান করেন। কাইল মেয়ার্স যোগ করেন ২৮ রান, আজমতউল্লাহ ওমরজাইয়ের ব্যাট থেকে আসে ১৪ রান। এমআই এমিরেটসের বোলিং আক্রমণে রোমারিও শেফার্ড ও ফজলহক ফারুকী নেন দুটি করে উইকেট।
সহজ লক্ষ্যে নেমে শুরুতেই দুটি উইকেট হারালেও এক মুহূর্তের জন্যও চাপে পড়েনি সাকিবের দল। জনি বেয়ারস্টো ও টম ব্যান্টন কোনো রান না করেই ফিরলেও এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন মুহাম্মদ ওয়াসিম ও নিকোলাস পূরান। ওয়াসিম ৪২ বলে অপরাজিত ৫৯ রান করে ম্যাচসেরার পুরস্কার জেতেন। অন্য প্রান্তে ৪৯ বলে অপরাজিত ৬৯ রান করেন পূরান। ২১ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে এমআই এমিরেটস।
গালফ জায়ান্টসের হয়ে মার্ক অ্যাডায়ার ও আজমতউল্লাহ ওমরজাই একটি করে উইকেট নিলেও তা ম্যাচের গতিপথ বদলাতে যথেষ্ট ছিল না। সাকিবের নেতৃত্বে ভারসাম্যপূর্ণ এই পারফরম্যান্স এমআই এমিরেটসকে টুর্নামেন্টের শিরোপা দৌড়ে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে।
