বিজয়ের রেকর্ড সেঞ্চুরিতেও জিতল না দুর্বার রাজশাহী
বিজয়ের রেকর্ড সেঞ্চুরিতেও জিতল না দুর্বার রাজশাহী
বিজয়ের রেকর্ড সেঞ্চুরিতেও জিতল না দুর্বার রাজশাহী
বিপিএলে খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচে সেঞ্চুরি পেলেন দুর্বার রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয়। ইনিংসের শেষ ডেলিভারিতে শতক পূর্ণ করলেও দলকে জেতাতে পারেননি বিজয়। হাসান মাহমুদের ম্যাজিকে শেষ ওভারে খুলনা ম্যাচ জিতল ৭ রানে। খুলনার দেওয়া ২১০ রানের টার্গেট টপকাতে নেমে ৪ উইকেটে ২০২ রানে থামে রাজশাহীর ইনিংস।
সেঞ্চুরি হাঁকিয়ে নিজের দলকে জেতাতে না পারলেও একাধিক রেকর্ডে নাম লিখিয়েছেন বিজয়। প্রথমবারের মতো বিপিএলের কোনো সংস্করণ দেখল ৭ম সেঞ্চুরি। বিপিএলের ইতিহাসে সেঞ্চুরি করা ৯তম বাংলাদেশি ব্যাটসম্যান হলেন এনামুল হক। এদিন ৫ ছক্কা হাঁকিয়ে বিজয় ছুঁয়েছেন আরও এক মাইলফলক। পঞ্চম ব্যাটার হিসেবে বিপিএলে বিজয়ের ব্যাট থেকে আসে ১০০টি ছক্কা।
২১০ রানের লক্ষ্য তাড়ায় নেমে এনামুল হক বিজয় দলকে জয়ের আশা দেখিয়ে নিয়ে যান শেষ পর্যন্ত। তবে নিজে শতক পূর্ণ করতে পারলেও দলকে জয় এনে দিতে পারেননি রাজশাহীর অধিনায়ক।
শেষ ওভারে দুর্বার রাজশাহীর দরকার ছিল ১৭ রান। উইকেটে অধিনায়ক ৯১ রান করা এনামুল হক বিজয়। ১৭ রান ডিফেন্ড করতে খুলনা বল তুলে দিল হাসান মাহমুদের হাতে। প্রথম বলে বাউন্ডারি মারতে পারলেও পরের পাঁচ বল থেকে বিজয় রান করতে পারেন কেবল ৫।
শেষ পর্যন্ত এনামুল হক বিজয় ইনিংসের শেষ ডেলিভারিতে দৌড়ে এক নিয়ে নিজের শতক পূর্ণ করেন। হাসান মাহমুদের দাপুটে বোলিংয়ে খুলনা টাইগার্স পায় ৭ রানের রোমাঞ্চকর জয়। টানা ৪ পরাজয়ের পর অবশেষে জয়ের মুখ দেখল মেহেদী হাসান মিরাজের দল।