জমজমাট লড়াইয়ে সিলেটকে ৬ রানে হারাল ঢাকা ক্যাপিটালস
জমজমাট লড়াইয়ে সিলেটকে ৬ রানে হারাল ঢাকা ক্যাপিটালস
জমজমাট লড়াইয়ে সিলেটকে ৬ রানে হারাল ঢাকা ক্যাপিটালস
বিপিএল পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দুই দলের লড়াইয়ে শেষ হাসি ঢাকা ক্যাপিটালসের। শেষ ওভারের নাটকীয়তাই সিলেট স্ট্রাইকার্সকে ৬ রানে হারাল ঢাকা।
লিটন দাসের ৭০ রানের দুর্দান্ত ইনিংসের দিনে রান পেয়েছেন তানজিদ হাসান তামিম, সাব্বির রহমানও। শেষ দিকে অধিনায়ক থিসারা পেরেরার ক্যামিওতে ১৯৬ রানের সংগ্রহ পায় ঢাকা ক্যাপিটালস।
বড় লক্ষ্য তাড়ায় নেমে শুরুটা ভালো না হলেও সিলেটকে ম্যাচ জয়ের আশা দেখান ফিফটি হাঁকানো রনি তালুকদার। এরপর অ্যারন জোন্স, জাকের আলি অনিক, ক্যাপ্টেন আরিফুল হক শেষ পর্যন্ত দলের সংগ্রহ টেনে নিয়ে গেলেও জয় পায়নি সিলেট।
হ্যাটট্রিক পরাজয়ে টেবিলের তলানিতে জায়গা হল সিলেট স্ট্রাইকার্সের। বিপরীতে জয়ে ফিরল থিসারা পেরেরার দল।