রিশাব পান্ট লখনৌ সুপার জায়ান্টসের নতুন অধিনায়ক
রিশাব পান্ট লখনৌ সুপার জায়ান্টসের নতুন অধিনায়ক
রিশাব পান্ট লখনৌ সুপার জায়ান্টসের নতুন অধিনায়ক
আইপিএল ২০২৫ এর মেগা নিলাম থেকে রেকর্ড পরিমাণ অর্থে রিশাব পান্টকে দলে নেয় লখনৌ সুপার জায়ান্টস। এবার রিশাব পান্টকে অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে ফ্র্যাঞ্চাইজিটি। পান্টের লিডারশিপ স্কিলের জন্যই তার পেছনে বিপুল পরিমাণ অর্থ খরচ করেছে লখনৌ।
আইপিএল নিলামের ইতিহাসেই সবচেয়ে দামি খেলোয়াড় হয়ে লখনৌ সুপার জায়ান্টস দলে গেলেন রিশাব পান্ট। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হওয়া আইপিএলের মেগা নিলামের প্রথম দিনে ২৭ কোটি রুপিতে পান্টকে কিনে লক্ষ্ণৌ।
নতুন ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিয়েই নেতৃত্বের ব্যাটন হাতে পেলেন তারকা উইকেটকিপার ব্যাটার রিশাব পান্ট। আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার দিল্লিতে খেলার সময় শেষ তিন বছর অধিনায়ক ছিলেন। ২০২৩ সালে চোটের কারণে খেলতে পারেননি। বীরেন্দ্রর শেহবাগের পর এই ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে সেরা অধিনায়ক।
দিল্লি ক্যাপিটালসের জার্সিতে ৪৩ ম্য়াচে নেতৃত্বভার সামলেছেন পান্ট। লখনৌ যে অধিনায়ক হিসাবে পান্টের নামই ঘোষণা করবে তা আগেই নিশ্চিত ছিল। তবে নিকোলাস পুরানেরও অধিনায়ক হওয়ার সম্ভাবনা ছিল। তাঁকে টেক্কা দিয়ে পান্ট পেলেন অধিনায়কত্ব।
পান্ট-পুরান ছাড়াও লখনৌ দলের ব্যাটিং বিভাগ বিশ্বমানের। স্কোয়াডে আছেন মিচেল মার্শ, এইডেন মার্করাম ও ডেভিড মিলার। আইপিএলের ১৮তম আসর শুরু হবে ২১ মার্চ, ফাইনাল হবে ২৫ মে।