Image

খুশদিল-আকিফের পারফর্মে রংপুর রাইডার্সের টানা ৮ জয়

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 6 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
খুশদিল-আকিফের পারফর্মে রংপুর রাইডার্সের টানা ৮ জয়

খুশদিল-আকিফের পারফর্মে রংপুর রাইডার্সের টানা ৮ জয়

খুশদিল-আকিফের পারফর্মে রংপুর রাইডার্সের টানা ৮ জয়

ঘরের দল চিটাগং কিংসকে ৩৩ রানে হারিয়ে উড়তে থাকা রংপুর রাইডার্সের ২০২৫ বিপিএলে টানা ৮ জয়। নিজেদের প্রথম ৮ ম্যাচের সবকটিতেই জিতেছে নুরুল হাসান সোহানের দল। বিপরীতে, ৪ ম্যাচ পর অবশেষে হার দেখল চিটাগং কিংস। রংপুরের জয়রথ থামাতে ১৬৫ রান করতে হত পারভেজ ইমন, মোহাম্মদ মিঠুনদের। আকিফ জাভেদ, রাকিবুলদের বোলিংয়ের সামনে ৮ উইকেট হারিয়ে ঘরের দলটি করতে পারে কেবল ১৩১।  

টানা অষ্টম জয়ের লড়াইয়ে রংপুর রাইডার্স ১৬৪ রানের সংগ্রহ পায়। দলের বিপর্যয়ে হাল ধরেন খুশদিল শাহ। দলকে চ্যালেঞ্জিং সংগ্রহ এনে দেওয়ার পথ দেখিয়ে খুশদিল বিদায় নেন ২৮ বলে ৫৯ রানের ইনিংস খেলে। ২১০.৭১ স্ট্রাইক রেটে দারুণ এই ইনিংস সাজান ৭ ছক্কা ও ২ চার হাঁকিয়ে। শেষদিকে শেখ মেহেদী হাসানের ব্যাট থেকে ১২ বলে আসে ১৭ রান।

এদিন চিটাগং কিংসের হয়ে বল হাতে ২টি করে উইকেট নিয়েছেন স্পিনার আলিস আল ইসলাম ও পাক পেসার মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। এছাড়া বিনুরা ফার্নান্দো, আরাফাত সানি ও নাইম ইসলাম পান ১টি করে উইকেট।

রংপুরের দেওয়া ১৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ৫৩ রানের মাথায় ৪ উইকেট হারিয়েছে কিংস। ইনিংসের শুরুর বলেই রাকিবুল হাসান তুলে নেন উসমান খানের উইকেট। উসমান গোল্ডেন ডাক হলেও ছন্দে ছিলেন আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন। তিনে নামা আগের ম্যাচের সেঞ্চুরিয়ান গ্রাহাম ক্লার্ককে বানান সঙ্গী। 

গ্রাহাম-ইমনের ৪৫ রানের জুটি ভেঙে মুহূর্তেই চিটাগং কিংসকে বিপর্যয়ে ফেলে দেন আকিফ জাভেদ। পরপর দুই ওভারে আকিফ শিকার করেন ২৬ রানে থাকা পারভেজ ইমন, মোহাম্মদ মিঠুন ও ক্লার্কের উইকেট। গ্রাহাম ক্লার্ক ২০ বলে ২৩ করলেও ২ রানের বেশি পাননি কিংস ক্যাপ্টেন মিঠুন। এরপর ধীরগতির ইনিংসে নাইম ইসলাম শামীম হোসেন পাটোয়ারীকে সঙ্গ দিয়ে যান কিছুক্ষণ। 

খুশদিলের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরা নাইম ২৪ বলে ১ বাউন্ডারিতে রান পান ১৯। এরপর ৩১ বলে ৩৮ রানে শামীম হোসেন ক্যাচ দিলে জয়ের সব আশা শেষ হয়ে যায় চিটাগংয়ের। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে কিংসরা রান করতে পারে ১৩১। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three