সিমন্সের মতে, ব্যাক টু ব্যাক ম্যাচ খেলা ফেয়ার না তবুও তৈরি আছে বাংলাদেশ
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 3 ঘন্টা আগেআপডেট: 8 মিনিট আগে
সিমন্সের মতে, ব্যাক টু ব্যাক ম্যাচ খেলা ফেয়ার না তবুও তৈরি আছে বাংলাদেশ
সিমন্সের মতে, ব্যাক টু ব্যাক ম্যাচ খেলা ফেয়ার না তবুও তৈরি আছে বাংলাদেশ
এশিয়া কাপে আগামী দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। এখন পর্যন্ত অপ্রতিরোধ্য ভারত দুর্দান্ত ছন্দে আছে। সেই হিসাবে ম্যাচটা বাংলাদেশের জন্য একটু বেশী ই কঠিন। তবে বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স ভিন্নভাবে দেখছেন বিষয়টা। তিনি বিশ্বাস করেন, ভারতকে হারানোর সামর্থ্য প্রতিটি দলেরই আছে।
ম্যাচের আগে সংবাদসম্মেলনে ফিল সিমন্স বলেন, "প্রতিটি দলেরই ভারতকে হারানোর সামর্থ্য আছে। খেলাটা নির্দিষ্ট দিনে হয়। ভারত ইতোমধ্যে কী করল সেটা বিবেচ্য নয়, বুধবার কী হবে সেটাই মুখ্য। সাড়ে তিন ঘণ্টা সময়ের মধ্যে কী হবে সেটাই আসল। আমরা চেষ্টা করব আমাদের সেরা ক্রিকেট খেলতে। আমরা চেষ্টা করব তাদের ভুল করাতে। এভাবেই জিততে পারি।"
আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে ১৭ ম্যাচে মাত্র একবার ভারতকে হারাতে পেরেছে বাংলাদেশ। বহুজাতিক আসরে কুড়ি ওভারে জেতা হয়নি একবারও। ইতিহাস তাই বাংলাদেশের পক্ষে নয়।তবুও ফিল সিমন্স মনে করেন, ভারতের মতো প্রতিপক্ষকে হারানোর জন্য বিশ্বাস আছে ক্রিকেটারদের মধ্যে।
"অবশ্যই বিশ্বাস থাকতে হবে। আমরা নিজেদের মধ্যে বসেছি, আমাদের মধ্যে যথেষ্ট বিশ্বাস আছে যে আমাদের সুযোগ আছে। আমরা যদি মোমেন্টাম পাই সেটা ধরে সুযোগ কাজে লাগাবো। আমরা ভারতে বিপক্ষে জেতার সুযোগ পাব।"
এদিকে সুপার ফোরের প্রথম ম্যাচে ফর্মে ফিরেছেন তাওহীদ হৃদয়। তার প্রসঙ্গে ফিল প্রধান কোচ বলেন, "টুর্নামেন্ট বিষয়টাই এমন—কেউ ভালো শুরু করে আবার ফর্ম হারিয়ে ফেলে। কেউ আবার খারাপ শুরু করেও ভালো করতে পারে। আমি খুব আনন্দিত যে হৃদয় ভালো ব্যাটিং করছে। এখন আমরা একটা ভালো ব্যাটিং ইউনিট পেয়েছি, যারা পারফর্ম করছে। এটাই গুরুত্বপূর্ণ বিষয়।"
তবে বাংলাদেশের জন্য অপেক্ষা করছে অন্য এক চ্যালেঞ্জ। ভারত ও পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে হবে পর পর দুদিন। এটা ভাবনার চেয়েও কঠিন জানালেন প্রধান কোচ, "ব্যাক টু ব্যাক টি-টোয়েন্টি খেলা খুবই কঠিন, ব্যাক টু ব্যাক ওয়ানডে খেলাও। এটা আদর্শ কিছু না। কিন্তু আমরা প্রস্তুত আছি। সত্যি বলতে অনুশীলনে আমরা কঠোর পরিশ্রম করেছি। আমি মনে করি ছেলেরা পরপর ম্যাচ খেলার জন্য যথেষ্ট ফিট। তবে কোনো দলের জন্যই ব্যাক টু ব্যাক টি-টোয়েন্টি খেলা ফেয়ার না। এটা মানুষের ধারণার চেয়েও কঠিন।"
এদিকে বাংলাদেশ দলের সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিনের প্রসংশা করে সিমন্স বলেন, "সালাউদ্দিনের ভূমিকা আমাদের ভূমিকার মতোই গুরুত্বপূর্ণ। তিনি ব্যাটিং সেকশনের প্রধান এবং তিনি তার কাজ দারুণভাবে করছেন।"