Image

তামিমের অভিযোগের জবাবে ক্রীড়া উপদেষ্টার পাল্টা দাবি

৯৭ প্রতিবেদক: তাকি বিন মহসিন

প্রকাশ: 10 ঘন্টা আগেআপডেট: 37 মিনিট আগে
তামিমের অভিযোগের জবাবে ক্রীড়া উপদেষ্টার পাল্টা দাবি

তামিমের অভিযোগের জবাবে ক্রীড়া উপদেষ্টার পাল্টা দাবি

তামিমের অভিযোগের জবাবে ক্রীড়া উপদেষ্টার পাল্টা দাবি

আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনকে ঘিরে উত্তেজনা চরমে। একদিকে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল অভিযোগ তুলেছেন সরকারের হস্তক্ষেপের, অন্যদিকে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পাল্টা অভিযোগ করেছেন তামিমের পক্ষের লোকজনের বিরুদ্ধে।

রবিবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর এক হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে সাবেক বাঁহাতি এই ব্যাটার দাবি করেন, সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিষদ চিঠি দিয়ে বিসিবি নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করছে। তিনি বলেন, “সরকারের বিভিন্ন সংস্থা নির্বাচনে সরাসরি হস্তক্ষেপ করছে।"

এই অভিযোগের জবাবে যমুনা টেলিভিশনকে ক্রীড়া উপদেষ্টা বলেছেন, “সরকারের রুটিন কার্যক্রমকে যদি আপনি হস্তক্ষেপ বলেন, তাহলে আগে বুঝতে হবে যে সরকারের কতটুকু এখতিয়ার আছে। যদি এখতিয়ারের বাইরে কোথাও কিছু করেন, সেটাকে আপনি বলতে পারেন যে অবৈধ হস্তক্ষেপ করা হয়েছে। এজন্য আপনি প্রয়োজনে আইনি ব্যবস্থা নিতে পারেন। প্রয়োজনে আপনি আইসিসিকে বলতে পারেন যে এখানে গাইডলাইন ভঙ্গ করা হচ্ছে।”

এরপর আসিফ মাহমুদ যোগ করেন, “আমাদের অধীনস্থ যে কারও সঙ্গে আমি কথা বলতেই পারি। আমার সচিব তার সঙ্গে কথা বলতেই পারে। এটা সরকারের খুবই রুটিন কার্যক্রম। এটা তো আপনি বলতে পারেন না যে হস্তক্ষেপ।”

এ প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টা উল্টো অভিযোগ করেছেন, “অনেক জায়গায় ডিসিদের রাজনৈতিক দলের নেতারা কল দিয়েছেন, এটাকে আমি বলব অবৈধ হস্তক্ষেপ। বড় বড় নেতারা ফোন দিয়ে বলছেন যে আমাকে কাউন্সিলর পাঠাতে হবে। এটা তো পলিটিসাইজেশনই হচ্ছে।”

তামিমকে সামনে রেখে একটা পক্ষ সুবিধা আদায়ের চেষ্টা করছে বলে অভিযোগ ক্রীড়া উপদেষ্টার, “তামিম ভাইয়ের পক্ষে লোকজন গিয়ে মানুষজনকে অপহরণ করছে ক্লাবের কাউন্সিলরশিপ দখল করার জন্য। তারপর তামিম ভাইয়ের পক্ষে বুলবুল ভাইকে ফোন দিয়ে বলা হলো- আপনি নির্বাচন থেকে সরে যান, আপনাকে আমরা সিইও বানাই। এগুলোকে তাহলে কী বলবেন? এগুলো তো সন্ত্রাসী কার্যক্রম এবং সেটা করা হচ্ছে তামিম ইকবালের মতো একজন ক্রিকেটারকে সামনে রেখে। তার ব্যানারটাকে সামনে রেখে এটা করা হচ্ছে। এটা আমি জানি না উনি কতটুকু বুঝতে পারছেন যে সন্ত্রাসী কার্যক্রমগুলো ওনাকে সামনে রেখে করা হচ্ছে।।”

বিসিবি নির্বাচনে তামিম ইকবালের অংশগ্রহণের ধরন নিয়েও প্রশ্ন তুলেছেন ক্রীড়া উপদেষ্টা। তিনি বলেন, “তামিম ইকবাল আমার অন্যতম প্রিয় ক্রিকেটার। যদি তিনি দেশের ক্রিকেটভক্তদের প্রতিনিধি হয়ে নির্বাচনে দাঁড়াতেন, তাহলে আমার কাছে সেটা আরও আনন্দের বিষয় হতো। কিন্তু দুঃখজনকভাবে তিনি একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রার্থী হয়েছেন।”
 

Details Bottom
Details ad One
Details Two
Details Three