Image

ঘরের মাঠে টেস্ট ও ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে জিম্বাবুয়ে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 3 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ঘরের মাঠে টেস্ট ও ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে জিম্বাবুয়ে

ঘরের মাঠে টেস্ট ও ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে জিম্বাবুয়ে

ঘরের মাঠে টেস্ট ও ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে জিম্বাবুয়ে

টেস্ট এবং টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ডকে আতিথ্য দেবে জিম্বাবুয়ে। দুই দলের বিপক্ষেই দুটি করে টেস্ট খেলবে জিম্বাবুয়ে দল। দীর্ঘদিন পর ঘরের মাঠে আন্তর্জাতিক সিরিজ আয়োজন করতে প্রস্তুত জিম্বাবুয়ে ক্রিকেট। 

দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ, মাঝে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। যা গেল কয়েক বছরের মধ্যে জিম্বাবুয়ে ক্রিকেটের সবচেয়ে বড় আন্তর্জাতিক ঘরোয়া মৌসুম হতে যাচ্ছে। 

দীর্ঘদিন পর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডকে আতিথেয়তা দিতে যাচ্ছে জিম্বাবুয়ে। ২০১৪ সালের পর প্রথমবারের মতো জিম্বাবুয়েতে লাল বলের সিরিজ খেলবে প্রোটিয়ারা।

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে প্রতিটি দল একে অপরের সাথে দু'বার করে খেলবে। টেস্ট ম্যাচগুলো বুলাওয়েতে অনুষ্ঠিত হবে এবং হারারেতে হবে ত্রিদেশীয় সিরিজ। 

আগামী ২৮ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট। দ্বিতীয়টি শুরু ৬ জুলাই। এরপর নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে জিম্বাবুয়ে, ১৪ থেকে ২৬ জুলাই পর্যন্ত। ত্রিদেশীয় সিরিজ শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্ট খেলবে জিম্বাবুয়ে। ম্যাচ দুটি শুরু আগামী ৩০ জুলাই ও ৭ অগাস্ট।

Details Bottom
Details ad One
Details Two
Details Three