Image

বিশ্বকাপে আম্পায়ারের দায়িত্বে বাংলাদেশের সাথিরা জাকির

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বিশ্বকাপে আম্পায়ারের দায়িত্বে বাংলাদেশের সাথিরা জাকির

বিশ্বকাপে আম্পায়ারের দায়িত্বে বাংলাদেশের সাথিরা জাকির

বিশ্বকাপে আম্পায়ারের দায়িত্বে বাংলাদেশের সাথিরা জাকির

প্রথমবারের মত বিশ্বকাপের মঞ্চে আম্পায়ারিং করবেন বাংলাদেশের সাথিরা জাকির জেসি। মালয়েশিয়াতে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৫ সালের নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের আম্পায়ারিং করবেন জেসি। এর কিছুদিন আগে মালয়েশিয়ায় অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও আম্পায়ারিং করেছিলেন তিনি।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে ২০২৫ নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০ ম্যাচ কর্মকর্তার নাম ঘোষণা করেছে আইসিসি। যার মধ্যে আম্পায়ার ১৬ জন এবং চারজন থাকছেন ম্যাচ রেফারির দায়িত্বে। তার মধ্যে সাথিরা জাকির জেসি একজন।

বাংলাদেশ থেকে একজন আম্পায়ার ছাড়াও সর্বোচ্চ দু'জন করে আম্পায়ার থাকছেন নেদারল্যান্ডস, ভারত ও ওয়েস্ট ইন্ডিজ থেকে। তাছাড়া অস্ট্রেলিয়া, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, কাতার, যুক্তরাষ্ট্র, জিম্বাবুয়ে, ওমান, আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কার থাকছে এক জন করে৷ 

এর আগেও বড় টুর্নামেন্টে আম্পায়ারিং করার অভিজ্ঞতা আছে জেসির। তিনি আম্পায়ারিং করেছন নারী এশিয়াকাপে।

২০২৫ অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আম্পায়ার প্যানেল-

সাথিরা জাকির জেসি (বাংলাদেশ), অ্যাশলি গিবনস (অস্ট্রেলিয়া), গায়ত্রী ভেনুগোপালান (ভারত), নারায়ণ জননী (ভারত), আয়দান সিভার (আয়ারল্যান্ড), নিতিন বাথি (নেদারল্যান্ডস), রিজওয়ান আকরাম (নেদারল্যান্ডস), রাহুল আশার (ওমান), সালিমা ইমতিয়াজ (পাকিস্তান), শিবানি মিশ্র (কাতার), কেরিন ক্লাস্তে (দক্ষিণ আফ্রিকা), দেদুনু সিলভা (শ্রীলঙ্কা), বিজয়া প্রকাশ মালেলা (যুক্তরাষ্ট্র), ক্যানডেস লা বোর্দে (ওয়েস্ট ইন্ডিজ), মারিয়া অ্যাবট (ওয়েস্ট ইন্ডিজ), ফরস্টার মুতিজোয়া (জিম্বাবুয়ে)

Details Bottom
Details ad One
Details Two
Details Three