পাকিস্তানের নওয়াজকে ধাক্কা দিয়ে শাস্তি পেলেন তানজিম সাকিব
পাকিস্তানের নওয়াজকে ধাক্কা দিয়ে শাস্তি পেলেন তানজিম সাকিব
পাকিস্তানের নওয়াজকে ধাক্কা দিয়ে শাস্তি পেলেন তানজিম সাকিব
খুলনা টাইগার্সের বিপক্ষে শেষ ওভারের রোমাঞ্চে ৮ রানে জিতেছে সিলেট স্ট্রাইকার্স। ম্যাচ জিতেও স্বস্তিতে নেই সিলেটের পেসার তানজিম সাকিব। আচরণবিধি ভঙ্গ করায় শাস্তি পেয়েছেন, ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে তাকে। একই সঙ্গে পেয়েছেন ৩টি ডিমেরিট পয়েন্টও। তানজিমের বিরুদ্ধে লেভেল-২ কোড অফ কন্ডাক্ট লঙ্ঘনের অভিযোগ আনা হয়।
চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবালের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে শাস্তি পেলেন তানজিম সাকিব। গতকালের ম্যাচে খুলনা টাইগার্স অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজকে আউট করে অতিরঞ্জিত উদযাপনে মাতেন সিলেট স্ট্রাইকার্সের পেসার তানজিম হাসান সাকিব। নওয়াজকে ধাক্কা, পরে তার সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করতেও দেখা যায় সাকিবকে।
ম্যাচ রেফারি এহসানুল হক সোমবার সাকিবকে আচরণবিধির লেভেল ২ লঙ্ঘনের দায়ে শাস্তি দিয়েছেন। শাস্তি হিসেবে ৩টি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে সাকিবের নামের পাশে। সাকিব তার বিরুদ্ধে আনা অভিযোগ ও শাস্তি মেনে নেয়ায় আর শুনানির প্রয়োজন পড়েনি।
সাকিব আচরণবিধির লেভেল ২ ভঙ্গ করে আপত্তিকর, অশালীন আচরণ করেন। এই অপরাধে কোন ক্রিকেটারকে সর্বনিম্ন শাস্তি হিসেবে ভৎসর্না শুনতে হয় এবং সর্বোচ্চ জরিমানা হিসেবে তার ম্যাচ ফি’র শতকরা ৫০ ভাগ কাটা হয়। সেই সঙ্গে যোগ হয় ডিমেরিট পয়েন্ট।