Image

পিএসএল ২০২৫: পেশোয়ার জালমির হয়ে খেলবেন নাহিদ রানা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
পিএসএল ২০২৫: পেশোয়ার জালমির হয়ে খেলবেন নাহিদ রানা

পিএসএল ২০২৫: পেশোয়ার জালমির হয়ে খেলবেন নাহিদ রানা

পিএসএল ২০২৫: পেশোয়ার জালমির হয়ে খেলবেন নাহিদ রানা

২০২৫ পাকিস্তান সুপার লিগে (পিএসএল) প্রথম বাংলাদেশি হিসেবে দল পেলেন নাহিদ রানা। প্লেয়ার্স ড্রাফটের গোল্ড ক্যাটাগরি থেকে নাহিদ রানাকে দলে ভিড়িয়েছে পেশোয়ার জালমি ফ্র্যাঞ্চাইজি। চলমান বিপিএলে রংপুর রাইডার্সের জার্সিতে বল হাতে দারুণ ছন্দে থাকা নাহিদ রানা এবারই প্রথম বিদেশি লিগ মাতাতে যাবেন। 

গোল্ড ক্যাটাগরিতে থাকা নাহিদ রানাকে দলে ভিড়িয়েছে পেশোয়ার জালমি। নাহিদ রানাকে দলে নেওয়ার সময় দলের পক্ষ থেকে বলা হয় 'স্পিড স্টার ফ্রম বাংলাদেশ, নাহিদ রানা'। 

আসন্ন পাকিস্তান সুপার লিগে পেশোয়ার জালমির জার্সি গায়ে টুর্নামেন্ট মাতাতে দেখা যাবে বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানাকে। পেশোয়ার দলে নাহিদ রানা সতীর্থ হিসেবে পাবেন বাবর আজম, সাইম আইয়ুব, টম কোহলার ক্যাডমোর, মোহাম্মদ হারিসের মতো ক্রিকেটারদের। 

প্লাটিনাম ক্যাটাগরিতে থাকা সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান দল পাননি। দল পাননি ডায়মন্ড ক্যাটাগরিতে থাকা হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয়রা। 

নাহিদ রানার মত গোল্ড ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে ছিলেন মেহেদী হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুক্তার আলি, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্ত, পারভেজ হোসেন ইমন, রিপন মন্ডল, সৌম্য সরকার, তাইজুল ইসলামরা। তবে পিএসএলে দল পেয়েছেন কেবল নাহিদ রানা।

Details Bottom
Details ad One
Details Two
Details Three