সিলেট স্ট্রাইকার্সকে উড়িয়ে দিয়ে সিলেট পর্ব শেষ করল চিটাগং কিংস
সিলেট স্ট্রাইকার্সকে উড়িয়ে দিয়ে সিলেট পর্ব শেষ করল চিটাগং কিংস
সিলেট স্ট্রাইকার্সকে উড়িয়ে দিয়ে সিলেট পর্ব শেষ করল চিটাগং কিংস
ঘরের মাঠে নিজেদের শেষ খেলায় হারল সিলেট স্ট্রাইকার্স। হ্যাটট্রিক পরাজয়ে টুর্নামেন্ট শুরু করা আরিফুল হকের দল সিলেট পর্বে লিখেছিল কামব্যাকের গল্প। টানা দুই জয়ে উড়তে থাকা দলটি অবশ্য হোম ক্রাউডকে শেষ ম্যাচে জয় উপহার দিতে পারেনি। চিটাগং কিংসের দেওয়া ২০৪ রানের টার্গেট টপকাতে নেমে সিলেট ম্যাচ হারল ৩০ রানে।
চিটাগং কিংসের দুই বিদেশি উসমান খান, গ্রাহাম ক্লার্কের দুর্দান্ত ফিফটির পর হায়দার আলির অপরাজিত ৪২ রানের উপর ভর করে পায় ২০৩ রানের বড় সংগ্রহ। লক্ষ্য তাড়ায় নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৩ রানে থামে সিলেটের ইনিংস। সিলেটে শেষ ম্যাচ জয় রাঙিয়ে বন্দর নগরীতে যাচ্ছে মোহাম্মদ মিঠুনের কিংস।
টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক আরিফুল হক। বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ডাক পাওয়া চট্টগ্রামের ওপেনার পারভেজ হোসেন ইমন ৭ রানের বেশি করতে পারেননি। সিলেটকে গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু এনে দেন তানজিম হাসান সাকিব। এরপর অবশ্য চট্টগ্রামের ৬৮ রানের জুটি আসে উসমান খান, গ্রাহাম ক্লার্কের ব্যাট থেকে।
দলীয় ১০০ রানে এই জুটি ভাঙে উসমান খানের বিদায়ে। ফিফটি হাঁকানো উসমান প্যাভিলিয়নে ফেরত যান ব্যক্তিগত ৫৩ রানে। ৫ ছক্কা ও ৩ চারে ঝড় তুলে ৩৩ বলে ৬০ রান করেন ক্লার্ক। শেষ দিকে হায়দার আলির ৪২ রানের ক্যামিওতে দুইশো ছাড়িয়ে যায় চিটাগং কিংসের রান। মাঝে অধিনায়ক মোহাম্মদ মিঠুনের ব্যাট থকে আসে ২৮ রান।
পাহাড়সম টার্গেট টপকাতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই সিলেটের ওপেনার পল স্টার্লিংয়ের বিদায়। তিনে নামা জাকির হাসান ১৯ বলে ২৫ রান করে আলিস আল ইসলামের শিকার। আরেক ওপেনার রনি তালুকদার ৯ বল খেলে করতে পারেন ৭। অ্যারন জোন্সও প্যাভিলিয়নে ফিরে গেছেন দ্রুত। তবে দাপুটে ব্যাটিংয়ে সিলেটের জয়ের আশা বাঁচিয়ে রাখেন জর্জ মানসি।
৩৬ বলে ফিফটি হাঁকিয়ে পরের বলেই মানসি হারান উইকেট। খালেদ আহমদের ডেলিভারিতে গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু পায় চিটাগং কিংস। এরপর সিলেটের ক্যাপ্টেন আরিফুল হককে উসমান খানের হাতে দারুণ এক ক্যাচ বানান আলিস। তবে জাকের আলি অনিককে ফেরাতে ব্যর্থ হয় চিটাগংয়ের বোলাররা।
জাকের ইনিংসের শেষ অবদি অপরাজিত থাকলেও দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি। ২৩ বলে চার ছক্কা ও ৩ চারে ৪৭ রানের হার-না-মানা জাকের ইনিংস ম্লান হয়ে গেল দলের পরাজয়ে। ৮ উইকেট হারিয়ে ১৭৩ রানের বেশি করতে পারেনি সিলেট স্ট্রাইকার্স। ৩০ রানের রোমাঞ্চকর জয়ে বিপিএলের সিলেট পর্ব শেষ করল মোহাম্মদ মিঠুনের চিটাগং কিংস। বিপরীতে হোম ক্রাউডকে হতাশ করে ঘরের মাঠে খেলা শেষ করল সিলেট স্ট্রাইকার্স।