ইংল্যান্ডের বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি স্কোয়াডে ফিরলেন মোহাম্মদ শামি
-
1
নিউজিল্যান্ডের নাটকীয় জয়ে ওয়েস্ট ইন্ডিজের চ্যালেঞ্জ ব্যর্থ
-
2
মুশফিকের প্রথম টেস্টে সতীর্থ, শততম টেস্টে কোচ আশরাফুল
-
3
অস্ট্রেলিয়াকে ৪৮ রানে হারিয়ে সিরিজে এগিয়ে ভারত
-
4
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ফিরছেন ম্যাট হেনরি, টিকনার থাকছেন দলে
-
5
বলবয় থেকে ব্যাটিং কোচ: আশরাফুলের ফিল সিমন্সের সঙ্গে ২৫ বছরের সম্পর্ক
ইংল্যান্ডের বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি স্কোয়াডে ফিরলেন মোহাম্মদ শামি
ইংল্যান্ডের বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি স্কোয়াডে ফিরলেন মোহাম্মদ শামি
ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে ভারত। ১৫ সদস্যের এই দলে প্রায় দেড় বছর পর ফিরেছেন মোহাম্মদ শামি। আগামী ২২ জানুয়ারি ইডেন গার্ডেন্সে শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ।
মোহাম্মদ শামি সর্বশেষ খেলেছিলেন ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে। তারপর ইনজুরিতে পড়েন এই ক্রিকেটার। চোট সারিয়ে ঘরোয়া ক্রিকেট খেললেও জায়গা পাননি জাতীয় দলে। গুঞ্জন ছিলো বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষদিকে খেলানো হতে পারে এই পেসারকে। কিন্তু সেটাও খেলানো হয়নি। দলে রাখা হয়েছে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে।
ইংল্যান্ডের বিপক্ষে ভারতের প্রতিনিধিত্ব করবেন সুরিয়াকুমার যাদব। দলের সহ-অধিনায়ক করা হয়েছে আক্সার প্যাটেলকে। ইংলিশদের মোকাবিলা করতে স্পিন আক্রমণ সাজিয়েছে ভারত। দলে রাখা হয়েছে ৪ স্পিনারকে। পেসার রয়েছে ৩ জন। বিশ্রামে জাসপ্রীত বুমরাহ।
৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে ২২ জানুয়ারি কোলকাতায়, দ্বিতীয়টি ২৫ জানুয়ারি চেন্নাইয়ে, তৃতীয় ও চতুর্থটি যথাক্রমে ২৮ ও ৩১ জানুয়ারি রাজকোট ও পুনেতে। সিরিজের সর্বশেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ২ ফেব্রুয়ারি মুম্বাইয়ে।
ইংল্যান্ডের বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড:
সুরিয়ামার যাদব (অধিনায়ক), সাঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, নিতিশ কুমার রেড্ডি, আক্সার প্যাটেল (সহ-অধিনায়ক), হারশিত রানা, আর্শদ্বীপ সিং, মোহাম্মাদ শামি, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণয়, ওয়াশিংটন সুন্দর, ধ্রুব জুরেল।
