Image

কামিন্সের ফ্লাইট ৫ তারিখ, মার্ক আর আফতাবের টিকিট এখনও পায়নি দুর্বার রাজশাহী

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 4 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
কামিন্সের ফ্লাইট ৫ তারিখ, মার্ক আর আফতাবের টিকিট এখনও পায়নি দুর্বার রাজশাহী

কামিন্সের ফ্লাইট ৫ তারিখ, মার্ক আর আফতাবের টিকিট এখনও পায়নি দুর্বার রাজশাহী

কামিন্সের ফ্লাইট ৫ তারিখ, মার্ক আর আফতাবের টিকিট এখনও পায়নি দুর্বার রাজশাহী

বারবার প্রতিশ্রুতি দিয়েও ক্রিকেটারদের পারিশ্রমিক দেয়নি দুর্বার রাজশাহী ফ্র্যাঞ্চাইজি। মিথ্যা আশ্বাসে দেওয়া চেক দুই বার বাউন্স হয়। বিপিএলের লিগ পর্ব থেকে রাজশাহীর বিদায় নিশ্চিত হয়ে গেলেও টাকা হাতে পাচ্ছে না দেশি, বিদেশি ক্রিকেটাররা। মিগুয়েল কামিন্স ঢাকা ছাড়বেন ৫ তারিখ। মার্ক দেয়াল, আফতাবের আলমের জন্য এখনও টিকিট ব্যবস্থা করতে পারছে না রাজশাহী। 

পাওনা টাকা আদায়ের জন্যে রাজশাহীর দলের ড্রাইভার বাসের ভেতরেই আটকে রাখলেন ক্রিকেটারদের কিটব্যাগ। পুরো টুর্নামেন্ট জুড়ে সার্ভিস দিয়েও ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে এখনও বড় অংকের ভাড়া বকেয়া, তাই কোনো উপায় না বুঝে বাস মালিক এমন সিদ্ধান্তে গেলেন। 

বিকাল পর্যন্ত বকেয়া টাকা, বিমানের টিকিট পায়নি পাঁচ বিদেশির একজনও। একপ্রকার বাধ্য হয়েই তারা অবস্থান করছে টিম হোটেলে। এরমাঝে রাজশাহী ফ্র্যাঞ্চাইজি এক বিবৃতিতে জানায়, বিদেশি খেলোয়াড় ও কোচিং স্টাফরা আজ রাত থেকে ঢাকা ছাড়বেন। 

দুর্বার রাজশাহীর জার্সিতে ১১ ম্যাচ খেলা জিম্বাবুয়ের অলরাউন্ডার রায়ান বার্ল আজ রাত ৩টায় ইথিওপিয়ান এয়ারওয়েজে হারারের উদ্দেশ্যে রওনা হবেন। পাকিস্তানের লাহোরে যেতে মোহাম্মদ হারিস থাই এয়ারওয়েজে বসবেন কাল দুপুর ১:৪০ মিনিটে। দলটির হেড কোচ সাবেক পাকিস্তানি ব্যাটার ইজাজ আহমেদেরও একই গন্তব্য। ওয়েস্ট ইন্ডিজের মিগুয়েল কামিন্সকে অবশ্য আরও তিন দিন ঢাকার হোটেলে থাকতে হবে, ৫ ফেব্রুয়ারি ফ্লাইট হওয়ার কথা রয়েছে তার। 

বিদেশি খেলোয়াড়দের মধ্যে এখনও দেশে যাবার টিকিট পাননি আফগানিস্তানের আফতাব আলম, ওয়েস্ট ইন্ডিজের মার্ক দেয়াল। কেউ চুক্তির ২৫% টাকা পেলেও কাউকে আবার এক টাকাও দিতে পারেনি দুর্বার রাজশাহী। খেলোয়াড়রা গত ১১ দিন ধরে দৈনিক ভাতাও পাননি। 

গতকাল অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আজ বিসিবিতে হাজির হয়ে বলেন, রাজশাহীর মালিকের সাথে তাদের কথা বলার পর্ব শেষ; পারিশ্রমিক না দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। মিরপুরে খেলা দেখতে এসে রাজশাহীর স্বত্ত্বাধিকারী শফিক রহমানের সঙ্গে আলোচনায় বসেন ক্রীড়া উপদেষ্টা।

Details Bottom
Details ad One
Details Two
Details Three