অনূর্ধ্ব-১৯ উইমেন’স টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন ভারত
- 1
জাতীয় দলের নির্বাচক হান্নান সরকারের পদত্যাগ
- 2
দুর্বার রাজশাহীর মালিক ও ম্যানেজমেন্ট খেলোয়াড়দের নাগালের বাইরে
- 3
টাকা, টিকিট না পেয়ে ঢাকার হোটেলে আটকা রাজশাহীর পাঁচ বিদেশি
- 4
কামিন্সের ফ্লাইট ৫ তারিখ, মার্ক আর আফতাবের টিকিট এখনও পায়নি দুর্বার রাজশাহী
- 5
আগামী বিপিএলে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে ঢাকা ক্যাপিটালস
অনূর্ধ্ব-১৯ উইমেন’স টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন ভারত
অনূর্ধ্ব-১৯ উইমেন’স টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন ভারত
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টানা দুইবার টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জিতল ভারত অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। ফাইনালে প্রোটিয়া নারীদের পাত্তা না দিয়ে ৯ উইকেটের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়েছে ভারতীয় মেয়েরা।
মালয়েশিয়াতে আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে দক্ষিণ আফ্রিকা। দলীয় ১১ রানে প্রথম উইকেট হারানোর পর ২০ রানে হারায় ৩ উইকেট। চতুর্থ উইকেটে ২০ রান যোগ করে কায়লা রেনেকে এবং কারাবো মেসো। রেনেকে ৭ ও কারাবো আউট হন ১০ রানে।
৪৪ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে দক্ষিণ আফ্রিকার মেয়েরা। তারপর ৬ষ্ঠ উইকেটে ৩০ রানের জুটি গড়েন মিকি ভ্যান ও ফে কাওলিং। দলের হয়ে সর্বোচ্চ ২৩ রান করেন মিকি। কাওলিং করেন ১৫ রান। নির্ধারিত ওভারে ১০ উইকেট হারিয়ে মাত্র ৮২ রানেই থামতে হয় দক্ষিণ আফ্রিকার।
ভারতের হয়ে ৩ টি উইকেট শিকার করেন গন্গাদি তৃষা। ২ টি করে উইকেট পান পারুনিকা সিসোদিয়া, আয়ুশি শুকলা এবং বিষ্ণবি শর্মা।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৩৬ রানে প্রথম উইকেট হারানোর পর গোন্গাদি তৃষা এবং সানিকা চালকে মিলে শেষ করেন ম্যাচটা। মাত্র ১১.২ ওভারে লক্ষ্য তাড়া করে ফেলে ভারত। তৃষা অপরাজিত থাকেন ৩৩ বলে ৪৪ রানে। তার ইনিংসে ছিলো ৮ টি চারের মার। সানিকা অপরাজিত থাকেন ২২ বলে ২৬ রানে।
দক্ষিণ আফ্রিকার পক্ষে একমাত্র উইকেটটি শিকার করেন কায়লা রেনেকে। ম্যাচ সেরা এবং টুর্নামেন্ট সেরা হন গোন্গাদি তৃষা।