প্লেট ফাইনালে হার বাংলাদেশের, টুর্নামেন্টে অবস্থান ৬ষ্ঠ

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
প্লেট ফাইনালে হার বাংলাদেশের, টুর্নামেন্টে অবস্থান ৬ষ্ঠ

প্লেট ফাইনালে হার বাংলাদেশের, টুর্নামেন্টে অবস্থান ৬ষ্ঠ

প্লেট ফাইনালে হার বাংলাদেশের, টুর্নামেন্টে অবস্থান ৬ষ্ঠ

হংকং সিক্সেস টুর্নামেন্টে প্লেত ফাইনালে হংকংয়ের কাছে ১ উইকেটে হেরেছে বাংলাদেশ। ৬ষ্ঠ হয়ে টুর্নামেন্ট শেষ করলো বাংলাদেশ। 

টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। হাবিবুর রহমান সোহান ফেরেন ডাক মেরে। তারপর জিসান আলমের ৭ বলে ২৭ এবং অধিনায়ক আকবর আলীর ১৩ বলে ৫১ রানে চ্যালেঞ্জিং সংগ্রহের পথে এগিয়ে যায় বাংলাদেশ। শেষ দিকে আবু হায়দার রনির ৮ বলে ২৮ এবং তোফায়েল আহমেদের ৫ বলে ১০ রানে নির্ধারিত ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১২০ রান সংগ্রহ করে বাংলাদেশ। 

জবাব দিতে নেমে আবু হায়দারের বোলিং আক্রমণে প্রথম ৩ রান তুলতেই ২ উইকেট হারিয়ে ফেলে হংকং। তৃতীয় উইকেটে ২০ বলে ৭০ রান তোলেন এজাজ খান এবং নিজাকাত খান। আবারো বোলিংয়ে এসে আরো ২ টি উইকেট শিকার করেন আবু হায়দার।

জেতার জন্য শেষ ওভারে হংকংয়ের দরকার ছিলো ৩০ রানের। বোলিংয়ে আসলেন আকবর আলী। শেষ বলে ছক্কা মেরে দলের জয় নিশ্চিত করে এজাজ খান। ২১ বলে ৮৫ রান করে অপরাজিত থাকেন তিনি। আবু হায়দার শিকার করেন ৪ উইকেট।