মুশফিকের প্রথম টেস্টে সতীর্থ, শততম টেস্টে কোচ আশরাফুল

৯৭ প্রতিবেদক: মোহাম্মদ আফজল

প্রকাশ: 3 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
মুশফিকের প্রথম টেস্টে সতীর্থ, শততম টেস্টে কোচ আশরাফুল

মুশফিকের প্রথম টেস্টে সতীর্থ, শততম টেস্টে কোচ আশরাফুল

মুশফিকের প্রথম টেস্টে সতীর্থ, শততম টেস্টে কোচ আশরাফুল

বাংলাদেশ ক্রিকেটে এক যুগল নাম—মোহাম্মদ আশরাফুল ও মুশফিকুর রহিম। একজন ছিলেন দেশের ক্রিকেটের প্রথম পোস্টার বয়, অন্যজন হয়ে উঠেছেন স্থায়িত্ব ও শৃঙ্খলার প্রতীক। ২০০৫ সালে লর্ডসে যখন কিশোর মুশফিকুর রহিমের টেস্ট অভিষেক হয়, তখন তাঁর সতীর্থ ছিলেন আশরাফুল। দুই দশক পেরিয়ে আজও সেই দুই নাম আবারও একই ড্রেসিংরুমে, তবে ভিন্ন ভূমিকায়। মুশফিক এখন শততম টেস্টের দোরগোড়ায়, আর আশরাফুল এবার জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে।

আয়ারল্যান্ডের বিপক্ষে দুই টেস্ট সিরিজে বাংলাদেশ দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ করবেন মোহাম্মদ আশরাফুল। এই দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় উঠে এসেছে তাঁর পুরোনো সতীর্থের প্রতি ভালোবাসা ও গর্বের কথা। আশরাফুল বলেন, “আমি নিজেকে খুবই ভাগ্যবান মনে করছি, যে আল্লাহ আমাকে এমন সময় সুযোগ দিয়েছেন। যখন মুশফিক প্রায় একশো টেস্ট ম্যাচ খেলার দ্বারপ্রান্তে, আমি সৌভাগ্যবান যে, আমি মুশফিকের প্রথম টেস্টে ড্রেসিংরুমে ছিলাম, লর্ডসে। এবং মুশফিকের ৯৯ এবং ১০০তক টেস্টেও আমি থাকব। এই জন্য আমি নিজেকে ভাগ্যবান মনে করছি।”


মুশফিকুর রহিমকে বাংলাদেশের ক্রিকেটের রোল মডেল হিসেবে দেখছেন আশরাফুল। তিনি বলেন, “মুশফিক সেই ছোটোবেলা থেকে যেহেতু দেখেছি, একমাত্র ক্রিকেটার যার ডিসিপ্লিন ছিল বলেই সে বিশ বছর ধরে খেলছে। আমার ব্যক্তিগত মত যে, বাংলাদেশে এখনও যারা খেলছেন, ভবিষ্যতে যারা আসবেন, সবার আসলে মুশফিককে রোল মডেল হিসেবে দেখা উচিত।”


মুশফিকের ক্যারিয়ারের দীর্ঘতা ও ধারাবাহিকতার পেছনে তাঁর শৃঙ্খল জীবনধারাকেই কারণ হিসেবে উল্লেখ করেছেন আশরাফুল। তাঁর ভাষায়, “তার এই জায়গাতে আসার কারণ একটাই কারণ, তা হচ্ছে ডিসিপ্লিন। ডিসিপ্লিন কী হতে পারে, খাবার, ঘুমানো, অনুশীলন। এই জিনিসগুলো যদি আপনার জীবনে সঠিকভাবে ডিসিপ্লিন মেনে করেন, তাহলে এই জিনিসটা সম্ভব।”


বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথমবার কোনো ক্রিকেটার শততম টেস্ট খেলতে যাচ্ছেন। আশরাফুল মনে করেন, এই অর্জন শুধু মুশফিকের নয়, পুরো দেশের ক্রিকেটের জন্য গর্বের। তিনি বলেন, “বাংলাদেশের প্রথম ক্রিকেটার, যিনি একশো টেস্ট ম্যাচ খেলবেন। এটা বিরাট একটা বিষয়। এবং সে কিন্তু একটা ফরম্যাটেই বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন, খেলেছেন। এবং এখন একটা ফরম্যাট খেলছেন। বাংলাদেশের হয়ে টেস্ট প্রথম ডাবল সেঞ্চুরিয়ান, টেস্ট তার তিনটি ডাবল সেঞ্চুরি রয়েছে।”


মুশফিকের সাম্প্রতিক ফর্ম নিয়েও আশাবাদী আশরাফুল। “আশা করব যে, আয়ারল্যান্ড সিরিজেও ভাল শুরু পেলে ইনিংসটা টেনে টেনে বড় করবেন। ভাল ফর্মেই আছেন, কারণ এনসিএলে দ্বিতীয় ইনিংসে হান্ড্রেড করেছেন,” বলেন তিনি।


দীর্ঘ দুই দশক পেরিয়ে মাঠে মুশফিকুর রহিম আজ দেশের ক্রিকেটের এক জীবন্ত কিংবদন্তি। আর মোহাম্মদ আশরাফুল, যিনি একসময় ছিলেন তাঁর অধিনায়ক ও সতীর্থ, এখন সেই প্রিয় সহযোদ্ধার শততম টেস্টে কোচ হিসেবে পাশে থাকবেন।