Image

গোপন কথা ফাঁস, সাকিবকে কড়া জবাব দিলেন আসিফ মাহমুদ

৯৭ প্রতিবেদক: তাকি বিন মহসিন

প্রকাশ: 3 ঘন্টা আগেআপডেট: 23 সেকেন্ড আগে
গোপন কথা ফাঁস, সাকিবকে কড়া জবাব দিলেন আসিফ মাহমুদ

গোপন কথা ফাঁস, সাকিবকে কড়া জবাব দিলেন আসিফ মাহমুদ

গোপন কথা ফাঁস, সাকিবকে কড়া জবাব দিলেন আসিফ মাহমুদ

বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ফের শুরু হয়েছে তুমুল বিতর্ক। সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে সাকিব সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করলে সেটি নিয়ে শুরু হয় নানা সমালোচনা। এরপর পাল্টা প্রতিক্রিয়া জানাতে এগিয়ে আসেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রবিবার (২৮ সেপ্টেম্বর) রাতে নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন আসিফ মাহমুদ। সেখানে তিনি নাম উল্লেখ না করলেও সাকিবকে উদ্দেশ্য করে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। স্ট্যাটাসে তিনি লেখেন, ‘একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে। বাট আই ওয়াজ রাইট। এন্ড অব দ্য ডিসকাশন।’

এর একদিন পর, সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে আবারো ফেসবুকে বিস্ফোরক মন্তব্য করেন তিনি। এবার সাকিবের রাজনীতি ও নমিনেশন প্রসঙ্গ সরাসরি তুলে ধরেন ক্রীড়া উপদেষ্টা। নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি লেখেন, 'ভাইয়া, আমাকে জোর করে নমিনেশন দেওয়া হয়েছিল। আমি শুধু নির্বাচনটাই করেছিলাম, আওয়ামী লীগের দলীয় রাজনীতিতে জড়িত হইনি।’

পোস্টে আরও কঠোর ভাষায় তিনি সাকিবকে উদ্দেশ্য করে লিখেন, 'আপনারা তাকে জানেন, যার হাত ছাত্র-জনতার রক্তে রঞ্জিত, তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেওয়ার প্রশ্নই ওঠে না। বোর্ডের কর্তারা একাধিকবার রাজনৈতিক অবস্থান পরিষ্কার করতে বললেও তা না করে বরং খুনিদের এনডোর্স করা ছাড়াও শেয়ার মার্কেট কেলেঙ্কারি, মানি লন্ডারিং, ফাইনানশিয়াল ফ্রড করা কাউকে কেন শুধু ভালো ক্রিকেটার বলেই পুনর্বাসন করতে হবে?’

শেষে সাকিবকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন,
‘আইন সবার জন্য সমান, মুখোমুখি হোন।’

রাজনৈতিক মহল থেকে শুরু করে ক্রীড়া অঙ্গনেও এই মন্তব্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, সাকিবকে আওয়ামী লীগের পক্ষ থেকে সংসদ নির্বাচনে প্রার্থী করার বিষয়টি আসলে কতটা স্বেচ্ছায় হয়েছিল, তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠলো উপদেষ্টার এই বক্তব্যে।
 

Details Bottom
Details ad One
Details Two
Details Three