Image

ক্রীড়া উপদেষ্টার ‘না’ তেই বাংলাদেশের হয়ে খেলতে পারলেন না সাকিব

৯৭ প্রতিবেদক: তাকি বিন মহসিন

প্রকাশ: 4 ঘন্টা আগেআপডেট: 7 মিনিট আগে
ক্রীড়া উপদেষ্টার ‘না’ তেই বাংলাদেশের হয়ে খেলতে পারলেন না সাকিব

ক্রীড়া উপদেষ্টার ‘না’ তেই বাংলাদেশের হয়ে খেলতে পারলেন না সাকিব

ক্রীড়া উপদেষ্টার ‘না’ তেই বাংলাদেশের হয়ে খেলতে পারলেন না সাকিব

বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ঘিরে আবারো উত্তাল সোশ্যাল মিডিয়া। ভারত-পাকিস্তান এশিয়া কাপ ফাইনালের উত্তাপ পেছনে ফেলে সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে জমে ওঠে সাকিব বনাম ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার লড়াই। 

ক্যারিয়ারের শুরু থেকেই সাকিব ছিলেন মাঠে অপ্রতিদ্বন্দ্বী। তবে খেলোয়াড়ি জীবনের মাঝপথেই রাজনীতির ময়দানে নাম লেখান তিনি। অনেক ভক্ত-সমর্থক তখন থেকেই বলে আসছিলেন এটি সাকিবের ক্যারিয়ারের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত। রাজনীতির কারণে তাঁর ক্রিকেটে ব্যাঘাত ঘটবেই, সেটা নিয়েও ছিল প্রবল শঙ্কা। সেই আশঙ্কাই সত্যি হলো।

গত বছর অক্টোবরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ম্যাচকে বিদায়ী আসর হিসেবে নিতে চেয়েছিলেন সাকিব। তাঁকে সেই ম্যাচের স্কোয়াডেও রাখা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত দেশে ফিরতে পারেননি তিনি। ভক্তদের সামনে বাংলাদেশ জার্সিতে বিদায়ী ম্যাচ খেলার সেই সুযোগ হারাতে হয় তাঁকে। আজও সে আক্ষেপ বয়ে বেড়াচ্ছেন এই কিংবদন্তি।

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সাকিব সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানান। এরপরই ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ লেখেন,

“একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে। তবে আমি ঠিক ছিলাম। আলোচনার শেষ এখানেই।”

এই স্ট্যাটাস ঘিরে জল্পনা শুরু হয় ক্রিকেট মহলে। আর তার জবাবে কিছুক্ষণ পর সাকিব লেখেন,

“যাক শেষমেষ কেউ একজন স্বীকার করে নিলেন যে তাঁর জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না, বাংলাদেশের হয়ে খেলতে পারলাম না! ফিরব হয়তো কোনোদিন আপন মাতৃভূমিতে, ভালোবাসি বাংলাদেশ।”

বাংলাদেশের হয়ে শেষ ম্যাচটি খেলেছেন ভারতের বিপক্ষে, গত বছরের অক্টোবরে। এরপর থেকে জাতীয় দলের হয়ে আর মাঠে নামা হয়নি তাঁর। তবে বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগগুলোতে এখনো নিয়মিত খেলছেন। কদিন আগেই অংশ নিয়েছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল)।

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সাকিব আল হাসানের অবদান অনস্বীকার্য। তবে রাজনীতি আর ক্রীড়া উপদেষ্টার ‘না’ এর কারণে জাতীয় দলের জার্সিতে বিদায়টা রঙিন হলো না। এখন প্রশ্ন একটাই, কোনোদিন কি আবার বাংলাদেশের হয়ে মাঠে ফিরবেন এই কিংবদন্তি, নাকি বিদেশি লিগের আঙিনাতেই সীমাবদ্ধ থাকবে তাঁর ক্রিকেট?
 

Details Bottom
Details ad One
Details Two
Details Three