আফগানিস্তান সিরিজে চোটে বাদ লিটন, ফিরলেন সৌম্য, দায়িত্বে জাকের
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 6 ঘন্টা আগেআপডেট: 8 মিনিট আগে
আফগানিস্তান সিরিজে চোটে বাদ লিটন, ফিরলেন সৌম্য, দায়িত্বে জাকের
আফগানিস্তান সিরিজে চোটে বাদ লিটন, ফিরলেন সৌম্য, দায়িত্বে জাকের
আফগানিস্তানের বিপক্ষে অক্টোবরের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে ঘিরে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে সবচেয়ে বড় চমক হলো নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাসের অনুপস্থিতি। পাঁজরের চোট কাটিয়ে ফেরার আশা থাকলেও পুরোপুরি ফিট না হওয়ায় আবারও মাঠের বাইরে যেতে হলো তাকে। ফলে এশিয়া কাপের মতো দায়িত্ব পড়েছে উইকেটরক্ষক ব্যাটার জাকের আলি অনিকের কাঁধে।
দল নির্বাচনে বড় কোনো পরিবর্তন না এলেও অভিজ্ঞ বাঁহাতি ব্যাটার সৌম্য সরকার ফিরেছেন স্কোয়াডে। সর্বশেষ এশিয়া কাপে ছিলেন না তিনি। তবে ৩২ বছর বয়সী এই ক্রিকেটারকে আবারও দলে টেনে এনেছেন নির্বাচকরা। টপ অর্ডার এবং মিডল অর্ডারে বিকল্প হিসেবে তাকে কাজে লাগানোর পাশাপাশি তার পার্টটাইম বোলিংয়েও বাড়তি ভরসা রাখতে চাইছে টিম ম্যানেজমেন্ট।
বিশ্বকাপের আগে আফগানিস্তানের বিপক্ষে এই সিরিজকে গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবে দেখছে বাংলাদেশ। তাই চোট সমস্যার কারণে লিটনের না থাকা সত্ত্বেও দলকে প্রতিযোগিতামূলক রাখতে চাইছে কোচিং স্টাফ ও নির্বাচকরা।
সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে হবে পুরো সিরিজ। টানা তিন দিনে প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২ এবং ৩ অক্টোবর। এরপর একদিন বিরতি দিয়ে শেষ ম্যাচ মাঠে গড়াবে ৫ অক্টোবর। মরুর দেশে আফগানিস্তানের মতো প্রতিপক্ষের সঙ্গে খেলে কন্ডিশন এবং দলীয় কম্বিনেশন যাচাই করার সুযোগ পাবে বাংলাদেশ দল।
বাংলাদেশ স্কোয়াড:
জাকের আলি অনিক (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকার।