কক্সবাজারে প্রথম টি-টোয়েন্টি জিতল বাংলাদেশ ইমার্জিং

কক্সবাজারে প্রথম টি-টোয়েন্টি জিতল বাংলাদেশ ইমার্জিং
কক্সবাজারে প্রথম টি-টোয়েন্টি জিতল বাংলাদেশ ইমার্জিং
স্বর্না আক্তারের দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দলের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৫ উইকেটের দারুণ এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ ইমার্জিং নারী দল। কক্সবাজারে অনুষ্ঠিত এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল স্বাগতিকরা।
১১৭ রানের লক্ষ্যে খেলতে নেমে চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ, মাত্র ১৫ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে দল। এরপরও হাল ছাড়েননি স্বর্না আক্তার। ৩২ বলে ৫০ রানের অপরাজিত ঝড়ো ইনিংস খেলেন তিনি, হাঁকান পাঁচটি চার ও একটি ছক্কা। ফারজানা ইয়াসমিনের (২৫*) সঙ্গে গড়েন ৬৭ রানের জয়সূচক জুটি।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামা দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দল ৬ উইকেটে তোলে ১১৬ রান। ওপেনার ফেই টানিক্লিফ ৪৩ রান করেন ৩৭ বলে, সিমোন লরেন্স করেন ৩২ রান। বাংলাদেশের পক্ষে সাবিকুন জেসমিন ও নিশিতা নিশি ১টি করে উইকেট নেন।
জবাবে বাংলাদেশের ব্যাটিং লাইনআপের শুরুটা ছিল হতাশাজনক। দিলারা আক্তার (৯), সারমিন সুলতানা (০) ও মিস্টি শাহা (০) দ্রুত ফেরত যান। এরপর লিয়া জোনসের (২/১১) আঘাতে আরও দুই উইকেট হারায় দল, ৫১ রানে পড়ে যায় ৫ উইকেট। তবে স্বর্না-ফারজানার দুর্দান্ত জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ এবং শেষ পর্যন্ত ম্যাচ জিতে যায় ৩ বল বাকি থাকতেই।
সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে শুক্রবার, ১৬ মে, একই ভেন্যুতে।