Image

আরব আমিরাতের ১০ জনের সবাই রিটায়ার্ড আউট!

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 4 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
আরব আমিরাতের ১০ জনের সবাই রিটায়ার্ড আউট!

আরব আমিরাতের ১০ জনের সবাই রিটায়ার্ড আউট!

আরব আমিরাতের ১০ জনের সবাই রিটায়ার্ড আউট!

আন্তর্জাতিক নারী টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথমবারের মতো ঘটল এক অনন্য ঘটনা। এক ইনিংসে ১০ জন ব্যাটার রিটায়ার্ড আউট হয়ে মাঠ ছেড়েছেন! এমন নজিরবিহীন কৌশলের জন্ম দিল সংযুক্ত আরব আমিরাত নারী দল, যা নিয়ে রীতিমতো শোরগোল পড়েছে ক্রিকেট দুনিয়ায়।

ব্যাংককে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইপর্বে কাতারের বিপক্ষে শনিবার ব্যাটিংয়ে নামে আরব আমিরাত। শুরু থেকেই দুর্দান্ত ছন্দে ছিল দলটি। অধিনায়ক ইশা ওঝার ঝড়ো সেঞ্চুরিতে মাত্র ৫৫ বলে ১১৩ রান করে দলকে বড় পুঁজি এনে দেন। আরেক ওপেনার থিরথা সাতিশ ৪২ বলে করেন ৭৪ রান। দুই ওপেনারের ব্যাটে দলীয় সংগ্রহ দাঁড়ায় ১৬ ওভারে ১৯২ রান।

তবে বৃষ্টির পূর্বাভাস মাথায় রেখে দ্রুত ফলাফল নিশ্চিতে নতুন পথ বেছে নেয় আরব আমিরাত। টি-টোয়েন্টি ক্রিকেটে ‘ডিক্লেয়ার’ করার নিয়ম না থাকায়, ইনিংস থামাতে তারা আশ্রয় নেয় রিটায়ার্ড আউটের। একে একে মাঠে গিয়ে কোনো বল না খেলেই ৮ জন ব্যাটার রিটায়ার্ড আউট হন। এর ফলে রেকর্ড গড়ে ১০ জন খেলোয়াড় রিটায়ার্ড আউট হন একটি ইনিংসে, যা আগে কখনো দেখা যায়নি।

জবাবে ব্যাট করতে নেমে কাতার গুঁড়িয়ে যায় মাত্র ২৯ রানেই। তাদের সাত ব্যাটার কোনো রান না করেই ফিরেছেন। ফলে আরব আমিরাত বিশাল ১৬৩ রানের ব্যবধানে জয় তুলে নেয়, যা এই বাছাইপর্বের অন্যতম বড় ব্যবধানের জয়।

এই ম্যাচে মোট ১৫ জন ব্যাটার শূন্য রানে ফেরেন। নারী টি-টোয়েন্টিতে যা এক ম্যাচে সর্বোচ্চ।

বিজয়ের ধারাবাহিকতায় ‘বি’ গ্রুপের শীর্ষে অবস্থান করছে আরব আমিরাত। এখন লক্ষ্য ‘সুপার থ্রি’ পর্বে নিজেদের জায়গা আরও শক্ত করা, যাতে আগামী বিশ্বকাপে জায়গা নিশ্চিত করা যায়।

Details Bottom
Details ad One
Details Two
Details Three