Image

লিটনের সেঞ্চুরির পেছনে দুই অনুপ্রেরণা সঞ্চিতা, শাহীন

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
লিটনের সেঞ্চুরির পেছনে দুই অনুপ্রেরণা সঞ্চিতা, শাহীন

লিটনের সেঞ্চুরির পেছনে দুই অনুপ্রেরণা সঞ্চিতা, শাহীন

লিটনের সেঞ্চুরির পেছনে দুই অনুপ্রেরণা সঞ্চিতা, শাহীন

সকালে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ, সন্ধ্যায় লিটন দাসের বিপিএল সেঞ্চুরি। স্ত্রী ছাড়াও লিটনের 'কামব্যাকের' নেপথ্যে টিমবয় শাহীন। ম্যাচ শেষে লিটন তার সেঞ্চুরির কৃতিত্ব দিলেন স্ত্রী সঞ্চিতা আর শাহীনকে। নিজেই স্বীকার করে নিলেন, খারাপ পারফর্ম্যান্সের কারণেই তাকে বাদ দেওয়া হয়েছে। ব্যাটিং নিয়ে টিমবয় শাহীনের কিছু পরামর্শ দারুণভাবে কাজে এসে লিটনের। 

চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়ার দিনে লিটন দাসের অনিন্দ্য সুন্দর সেঞ্চুরি। বিপিএলে দুর্বার রাজশাহীর বিপক্ষে মাত্র ৪৪ বলে শতরান করেছেন এই ওপেনার। বিপিএলে এটি লিটন দাসের প্রথম সেঞ্চুরি। আর স্বীকৃত টি-টোয়েন্টিতেও প্রথম। শেষ পর্যন্ত লিটন অপরাজিত থাকেন ১২৫ রানে। তার ব্যাটিং স্ট্রাইক রেট ছিল ২২৭.২৭। ৫৫ বল মোকাবিলায় ১০টি চারের সঙ্গে নয়টি ছক্কা হাঁকান তিনি। 

লিটন দাসের সেঞ্চুরির কৃতিত্ব স্ত্রী সঞ্চিতা আর শাহীনের। বিপিএলে এক সময় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অনুশীলনে লিটনকে ব‍্যাটিংয়ে সহযোগিতা করতেন শাহীন। এবার দল বদলে গেলেও শাহীন ঠিকই আছেন লিটনের সাথে। 

নিজের দুই অনুপ্রেরণা সম্পর্ক বলতে গিয়ে লিটন, 'সবার স্ত্রী সবাইকে সাপোর্ট করে, এখানে কোনো কমতি ছিল না। শাহীন সে আমাদের হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করতেসে। ৩-৪ বছর ধরে কুমিল্লার সাথে ছিল, সে আমার খেলাটাও দেখসে। এমন না যে সে বুঝবে না। আমার কাছে মনে হয় সে অনেক সামর্থ্যবান। ব্যাটারের কোথায় কী ভুল হচ্ছে এসব সে ধরতে পারে।'

'একটা মানুষ যখন প্র্যাকটিস করায় তখন সে অনেক কিছু ধরতে পারে। তার সাথে আমি প্র্যাকটিস করেছি। কোচই যে হেল্প করবে এমন না, যেকোনো মানুষের হেল্পই নেওয়া যায়। যদি মনে হয় নেওয়ার মত। সে আমাকে সবসময় ব্যাক করেছে। নরমালি প্র্যাকটিস করলে ঠিক হয়েছে।' 

লম্বা সময় ধরে অফ ফর্মের কারণেই মূলত চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়েন লিটন দাস। জাতীয় দলের বাইরে চলমান বিপিএলেও শুরুর কয়েক ইনিংস খারাপ ফর্ম যাচ্ছিল লিটনের। যেভাবে ফর্মে ফিরে আসার চেষ্টা করেছেন লিটন, 'আমি কিছু প্র্যাকটিস করেছি। কিছু হয়ত কাজে লেগেছে। আগের ইনিংসেও ভালো করেছি। হয়ত আরও বড় করার সুযোগ ছিল করতে পারিনি।' 

Details Bottom
Details ad One
Details Two
Details Three