Image

আলিসের বোলিং অ্যাকশন আবার প্রশ্নবিদ্ধ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 5 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
আলিসের বোলিং অ্যাকশন আবার প্রশ্নবিদ্ধ

আলিসের বোলিং অ্যাকশন আবার প্রশ্নবিদ্ধ

আলিসের বোলিং অ্যাকশন আবার প্রশ্নবিদ্ধ

এবার প্রশ্ন উঠেছে আলিস আল ইসলামের বোলিং অ্যাকশন নিয়ে। দুর্বার রাজশাহীর বিপক্ষে তাকে দলে না রাখার পরেই জেগেছিলো প্রশ্ন। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষেও একাদশে ছিলেন না তিনি। এবার জানা গেলো কেনো তাকে দলে রাখা হয়নি তার উত্তর। 

আলিস আল ইসলামের বোলিং অ্যাকশনের ব্যাপারে নিশ্চিত করে জাতীয় নির্বাচক হান্নান সরকার বলেন, "আমরা জানতে পেরেছি যে, আলিসের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছেন আম্পায়াররা। এখনও অবশ্য তিনি খেলতে পারবেন তবে সতর্কতা হিসেবেই হয়তো আগের ম্যাচে তাকে খেলায়নি দল।"

অবশ্য আলিসের বোলিং অ্যাকশনে সমস্যা এই প্রথমবার নয়। ২০১৯ সালে বিপিএলেই তার বোলিং অ্যাকশন প্রশ্নের সম্মুখীন হয়। পরবর্তীতে  অ্যাকশন শুধরে আবারো ঘরোয়া ক্রিকেটে ফেরেন আলিস। এদিকে চিটাগাং কিংস থেকে এখনো এ ব্যাপারে কিছু জানানো হয়নি।

চলতি বিপিএলে দারুণ ছন্দে আছেন আলিস আল ইসলাম। এখন পর্যন্ত ৭ ম্যাচে  ৬.৭০ ইকোনোমিতে ১১ উইকেট নিয়েছেন তিনি। চিটাগাং এবং আলিস দুই পক্ষের জন্যই বড় ধাক্কা হবে আলিসের বোলিং অ্যাকশন।

গত বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে জাতীয় দলে ডাক পেয়েছিলেন আলিস আল ইসলাম। তবে চোটের কারণে খেলতে পারেননি। এবার আবারো সুযোগ ছিলো ভালো পারফরম্যান্স করে জাতীয় দলে ডাক পাবার। সেই পথে এগিয়েও যাচ্ছিলেন আলিস। তবে বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়ায় তা আপাতত থাকছে বন্ধ।

Details Bottom
Details ad One
Details Two
Details Three