৪৩৫ রান করে নিজেদের রেকর্ড ভাঙল ভারত
৪৩৫ রান করে নিজেদের রেকর্ড ভাঙল ভারত
৪৩৫ রান করে নিজেদের রেকর্ড ভাঙল ভারত
রাজকোটে আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ৫ উইকেটে ৪৩৫ রান করেছে ভারত নারী ক্রিকেট দল। এই রানে পুরুষদের ক্রিকেট দলকেও ছাড়িয়ে গেলো নারীরা। ভারতের হয়ে ওয়ানডে ম্যাচে এক ইনিংসে সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ড এখন নারীদের দখলে। ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পুরুষদের ৪১৮ রানের রেকর্ড ভেঙেছে ভারতের মেয়েরা।
টসে জিতে আগে ব্যাটিংয়ে নামে ভারত। ওপেনিং জুটিতে ২৩৩ রান তোলে প্রাতিকা রাওয়াল এবং অধিনায়ক স্মৃতি মান্ধানা। দুজনেই দেখা পান শতকের। ৮০ বলে ১৩৫ রানের মারকুটে ইনিংস খেলে ওরলা প্রেন্ডারগাস্টের বলে আউট হন স্মৃতি। তার ইনিংসে ছিলো ১২ টি চার ও ৭ টি ছয়ের মার।
ওয়ান ডাউনে নেমে রিচা ঘোষ ফেরেন ৫৯ রানের ইনিংস খেলে। ফ্রেয়া সারজেন্টের বলে ক্যাচ তুলে ১২৯ বলে ১৫৪ রানের ইনিংস খেলে বিদায় নেন প্রাতিকা। ২০ টি চার ও ১ টি ছক্কায় সাজানো ছিলো তার ইনিংস।
জেমিমা রদ্রিগেজ এবং দিপ্তি শর্মা অপরাজিত থাকেন যথাক্রমে ৪ ও ১১ রানে। নির্বারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ৪৩৫ রানের থামে ভারতের ইনিংস। আয়ারল্যান্ডের পক্ষে ৭১ দিয়ে ২ টি উইকেট নেন ওরলা প্রেন্ডারগাস্ট।