তরুণদের নতুন মঞ্চে আকবরের নেতৃত্বে বাংলাদেশ এ দল

৯৭ প্রতিবেদক: মোহাম্মদ আফজল

প্রকাশ: 3 ঘন্টা আগে আপডেট: 15 মিনিট আগে
তরুণদের নতুন মঞ্চে আকবরের নেতৃত্বে বাংলাদেশ এ দল

তরুণদের নতুন মঞ্চে আকবরের নেতৃত্বে বাংলাদেশ এ দল

তরুণদের নতুন মঞ্চে আকবরের নেতৃত্বে বাংলাদেশ এ দল

এশিয়ার ক্রিকেট খেলুড়ে দেশগুলোর উঠতি ক্রিকেটারদের নিয়ে ‘ইমার্জিং এশিয়া কাপ’ আয়োজন করে থাকে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। তবে এবারের আসরে নতুনত্ব এনেছে সংস্থাটি। এমার্জিং থেকে নাম বদলে এখন টুর্নামেন্টটির নতুন নাম রাখা হয়েছে ‘এশিয়া কাপ রাইজিং স্টারস’।  


পুরুষদের এই আসর আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে কাতারের দোহায়। আট দলের এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশ ‘এ’ দলও। আসন্ন আসরকে সামনে রেখে আকবর আলীর নেতৃত্বে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


দোহায় অনুষ্ঠিত হতে যাওয়া ‘এশিয়া কাপ রাইজিং স্টারস ২০২৫’-এ বাংলাদেশ পড়েছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে টাইগারদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ‘এ’, আফগানিস্তান ‘এ’ এবং হংকং চায়না দল। অন্যদিকে ‘বি’ গ্রুপে রয়েছে পাকিস্তান ‘এ’, ভারত ‘এ’, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও ওমান ক্রিকেট দল।


আকবর আলীর নেতৃত্বে ঘোষিত দলে রয়েছে অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার দারুণ সমন্বয়। যুব বিশ্বকাপ জয়ী বামহাতি স্পিনার রাকিবুল হাসান ও পেসার মোহাম্মদ মৃতুঞ্জয় চৌধুরী রয়েছেন দলে। 


নতুনদের মধ্যে সুযোগ পেয়েছেন জাওয়াদ আবরার, জিসান আলম, হাবিবুর রহমান সোহান, স্বাধীন ইসলাম ও আব্দুল গাফফার সাকলাইন। যুব দলে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে জায়গা পেয়েছেন আরিফুল ইসলাম। দেশের ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্মে থাকা এই তরুণের সঙ্গে রয়েছেন জাতীয় দলে খেলা ব্যাটার ইয়াসির আলী রাব্বি। ব্যাটিং বিভাগের আরেক প্রতিশ্রুতিশীল নাম এস এম মেহরব হোসাইন।


পেস বোলিং বিভাগে নেতৃত্ব দেবেন জাতীয় দলের অভিজ্ঞ পেসার আবু হায়দার রনি। তার সঙ্গে থাকবেন মোহাম্মদ মৃতুঞ্জয় চৌধুরী, রিপন মন্ডল এবং তরুণ পেস অলরাউন্ডার তোফায়েল আহমেদ। স্পিন আক্রমণে নেতৃত্ব দেবেন রাকিবুল হাসান, যিনি ইতিমধ্যে দেশের তরুণ স্পিনারদের মধ্যে অন্যতম নির্ভরযোগ্য নাম হিসেবে প্রতিষ্ঠিত।


দোহারের ওয়েস্ট ইন্ড ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের দ্বিতীয় দিনে মাঠে নামবে আকবর আলীর নেতৃত্বাধীন বাংলাদেশ ‘এ’ দল। প্রতিপক্ষ হংকং চায়না।


বাংলাদেশ ‘এ’ দল: 

আকবর আলী (অধিনায়ক), ইয়াসির আলী চৌধুরী, আবু হায়দার রনি, মোহাম্মদ মৃতুঞ্জয় চৌধুরী, জিসান আলম, আরিফুল ইসলাম, রাকিবুল হাসান, রিপন মন্ডল, তোফায়েল আহমেদ, এস এম মেহরব হোসাইন, হাবিবুর রহমান, মাহিদুল ইসলাম ভূইয়া, স্বাধীন ইসলাম, আব্দুল গাফফার চৌধুরী ও জাওয়াদ আবরার।