কোয়াব নির্বাচন বৃহস্পতিবার: সভাপতি পদে মুখোমুখি মিঠুন ও সেলিম শাহেদ
৯৭ প্রতিবেদক: মোহাম্মদ আফজল
প্রকাশ: 3 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে- 1
আইএলটি-টোয়েন্টিতে শুরুর দিনই মাঠে নামবে মোস্তাফিজরা
- 2
কোচিংয়ে ঐতিহাসিক উদ্যোগ, অ্যাশলে রসের নেতৃত্বে বিসিবির নিজস্ব লেভেল থ্রি কোর্স
- 3
টি-টোয়েন্টি মেজাজে টেস্ট মাইন্ডসেট: বিসিবিতে বুলবুলের ‘সৌম্য’ উত্তরণ
- 4
শ্রীলঙ্কার বিপক্ষে উইলিয়ামস ও টেইলরকে নিয়ে জিম্বাবুয়ের দল ঘোষণা
- 5
নিউজিল্যান্ড নারী দলের সহকারী কোচের দায়িত্বে ক্রেইগ ম্যাকমিলান

কোয়াব নির্বাচন বৃহস্পতিবার: সভাপতি পদে মুখোমুখি মিঠুন ও সেলিম শাহেদ
কোয়াব নির্বাচন বৃহস্পতিবার: সভাপতি পদে মুখোমুখি মিঠুন ও সেলিম শাহেদ
বাংলাদেশের পেশাদার ক্রিকেটারদের দীর্ঘদিনের সংগঠন কোয়াবের নির্বাচন অবশেষে আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে। দীর্ঘ বিরতির পর আসছে বৃহস্পতিবার মিরপুরে জমে উঠবে এই ভোটযুদ্ধ। সভাপতি পদে লড়ছেন দুই পরিচিত মুখ মোহাম্মদ মিঠুন ও সেলিম শাহেদ।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে , মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের একাডেমি ভবনের সামনে অস্থায়ীভাবে তৈরি প্যান্ডেলে। নির্বাচনী আয়োজনের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন, চলছে শেষ মুহূর্তের আনুষ্ঠানিকতা।
এর আগে দুপুর ১টা ৩০ মিনিটে কোয়াবের সাধারণ সভা এবং মধ্যাহ্নভোজের বিরতির পর শুরু হবে ভোটগ্রহণ।
নির্বাচনে অংশ নিতে পারবেন মোট ২১৫ জন ভোটার, যাদের মধ্যে আছেন দেশের সাবেক ও বর্তমান জাতীয় ও প্রথম শ্রেণির ক্রিকেটাররা।
এবারের নির্বাচনে সবচেয়ে বেশি নজর রয়েছে সভাপতি পদে, যেখানে লড়ছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ মিঠুন এবং কোয়াবের সাবেক কর্মকর্তা ও সাবেক ক্রিকেটার সেলিম শাহেদ।
যেসব ভোটার দেশের বাইরে বা ঢাকার বাইরে অবস্থান করছেন, তারা www.cwab.info ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে ভোট দিতে পারবেন। বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্তই এই অনলাইন ভোট গ্রহণ চলবে।
কারা রয়েছেন ভোটার তালিকায়?
ভোটার তালিকায় আছেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অনেক পরিচিত মুখ।
বর্তমান জাতীয় দলের তারকা মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, তাসকিন আহমেদ ছাড়াও আছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল, আতহার আলী খান, খালেদ মাসুদ পাইলট, হাবিবুল বাশার সুমন, আকরাম খান ও নান্নুর মতো কিংবদন্তিরা।
বিসিবির নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু ও খান আব্দুর রাজ্জাকও রয়েছেন ভোটার হিসেবে।
এছাড়া নারী ক্রিকেটারদের মধ্যে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার, ফাহিমা খাতুন এবং সাবেক ক্রিকেটার ও আইসিসির আম্পায়ার সাথিরা জাকির জেসি-ও রয়েছেন তালিকায়।
সভাপতি পদ ছাড়া কার্যনির্বাহী পরিষদের অন্যান্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন: নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, আকবর আলি, রুমানা আহমেদ, শামসুর রহমান শুভ, ইরফান শুক্কুর, খালেদ মাসুদ পাইলট এবং ইমরুল কায়েস।
প্রায় ১২ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া কোয়াব নির্বাচন নিয়ে ক্রিকেটারদের মাঝে তৈরি হয়েছে উৎসাহ-উদ্দীপনা। এটি শুধু একটি সংগঠন নির্বাচনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং ক্রিকেটারদের অধিকার ও ভবিষ্যৎ কল্যাণের প্রতিনিধিত্ব করবে এই নির্বাচিত নেতৃত্ব।