Image

শক্তিশালী মোহামেডানকে ১০৭ রানে হারিয়ে দিল গুলশান ক্রিকেট ক্লাব

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 10 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
শক্তিশালী মোহামেডানকে ১০৭ রানে হারিয়ে দিল গুলশান ক্রিকেট ক্লাব

শক্তিশালী মোহামেডানকে ১০৭ রানে হারিয়ে দিল গুলশান ক্রিকেট ক্লাব

শক্তিশালী মোহামেডানকে ১০৭ রানে হারিয়ে দিল গুলশান ক্রিকেট ক্লাব

ঢাকা প্রিমিয়ার লিগ খেলার সুযোগ পেয়েই গুলশান ক্লাবের বাজিমাত। ডিপিএলের উদ্বোধনী দিনে নবাগত গুলশান ক্রিকেট ক্লাব ১০৭ রানের বিশাল জয় পেয়েছে শক্তিশালী মোহামেডানের বিপক্ষে। তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ'দের ব্যর্থতার দিনে সেঞ্চুরি হাঁকিয়ে গুলশানের জয়ের নায়ক ইফতেখার হোসেন ইফতি। বল হাতেও ইফতি ছিলেন দুর্দান্ত, মাত্র ৩২ রান দিয়ে নেন দলের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট। 

গুলশান ক্লাব দলটির মালিকানায় যুক্ত হয়েছেন তামিম ইকবাল, যিনি এবার মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক। তামিমের মোহামেডানের বিপক্ষেই প্রথম ম্যাচ রাঙাল গুলশান দলটি। তরুণ ব্যাটার ইফতেখার হোসেন ইফতি এবারের ডিপিএলের প্রথম সেঞ্চুরিতে দলকে এনে দেন ২৯৮ রানের বড় পুঁজি। 

২৯৯ রানের লক্ষ্য তাড়ায় নেমে তামিম ইকবালদের শক্তিশালী ব্যাটিং অর্ডার গুটিয়ে গেছে কেবল ১৯১ করতেই। আর তাতে ১০৭ রানের বিশাল ব্যবধানে জিতে টুর্নামেন্ট শুরু করল গুলশান। তামিম ইকবাল আউট হন ২২ বলে ২২ রান করে। আরেক ওপেনার রনি তালুকদারের ব্যাট থেকে আসে ৯ রান। 

মোহাম্মদ সাইফউদ্দিন ৪ রানের বেশি করতে পারেননি। অভিজ্ঞ মুশফিকুর রহিম ইফতির ডেলিভারিতে বোল্ড হওয়ার আগে করেন ৭ রান। মাহমুদউল্লাহ রিয়াদও চরমভাবে ব্যর্থ, ১৪ বল খেলে রান করতে পারেন কেবল ১০। জাতীয় দলের সিনিয়রদের ব্যর্থতার দিনে অবশ্য আলো ছড়ালেন আরিফুল ইসলাম। ফিফটি হাঁকিয়ে আরিফুল থামেন ৭৩ রানে। 

৪০.২ ওভার খেলতেই ১৯১ রানে অলআউট মোহামেডান স্পোর্টিং ক্লাব। ব্যাট হাতে সেঞ্চুরির পর বোলিংয়েও দাপট দেখালেন ইফতেখার হোসেন ইফতি। ৭ ওভারে মাত্র ৩২ রান খরচায় শিকার করেন ৩ উইকেট। অলরাউন্ড পারফর্ম্যান্স করা ইফতির হাতেই উঠল ম্যাচসেরা ক্রিকেটারের পুরস্কার। 

বিকেএসপির মাঠে মোহামেডানের বিপক্ষে দিনের শুরুতে টসে হেরে বাঁহাতি মিডল অর্ডার ব্যাটার ইফতেখার হোসেন ইফতি ১১০ বলে ৯ চার, ৩ ছক্কায় করেন ১০৮ রান। ইফতির পাশাপাশি রান পেয়েছেন ওপেনার জাওয়াদ আবরার (৮৬ বলে ৭৫) ও হাবিবুর শেখ মুন্না (৫৩ বলে ৪৭)। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three