বিসিবি থেকে টনি হেমিং মাসিক প্রায় ১০ লক্ষ টাকাসহ পাচ্ছেন নানা সুবিধা
৯৭ প্রতিবেদক: তাকি বিন মহসিন
প্রকাশ: 2 ঘন্টা আগেআপডেট: 6 মিনিট আগে
বিসিবি থেকে টনি হেমিং মাসিক প্রায় ১০ লক্ষ টাকাসহ পাচ্ছেন নানা সুবিধা
বিসিবি থেকে টনি হেমিং মাসিক প্রায় ১০ লক্ষ টাকাসহ পাচ্ছেন নানা সুবিধা
টনি হেমিং নামটি এখন বাংলাদেশ ক্রিকেটের অতি পরিচিত একটি নাম। তিনি পুনরায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টার্ফ ম্যানেজমেন্টের প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন। ‘পুনরায়’ বলার কারণ, এর আগেও বিসিবির সঙ্গে কাজ করেছেন এই অস্ট্রেলিয়ান পিচ কিউরেটর। দেশের ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ বেতনের পিচ কিউরেটর হিসেবে যাত্রা শুরু করা টনি হেমিং মাসে প্রায় দশ লক্ষ টাকা বেতন পাবেন। তার সঙ্গে থাকছে বিসিবির পক্ষ থেকে নানা সুযোগ-সুবিধা যা তার কাজের মান ও আরামদায়ক পরিবেশ নিশ্চিত করবে।
অস্ট্রেলিয়ান পিচ কিউরেটর টনি হেমিং আবারও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে দ্বিতীয় টার্ম শুরু করতে যাচ্ছেন। সম্প্রতি তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে বিসিবিতে করে ফিরে এসেছেন। বিসিবি তাকে মাসিক ৮০০০ ডলার অর্থাৎ প্রায় ৯ লাখ ৭০ হাজার টাকা বেতন প্রদান করবে। তবে সবচেয়ে বড় কথা, এই বেতনের ওপর কোনো কর দিতে হবে না টনি হেমিংকে, কারণ করের দায়ভার সম্পূর্ণ বহন করবে বিসিবি।
হেমিং এ বছর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য এমন পিচ তৈরি করেন যা ব্যাপক প্রশংসা কুড়ায় ক্রিকেট বিশ্বে। তার এই সাফল্যই বাংলাদেশের ক্রিকেট বোর্ডকে প্রভাবিত করে তাকে দ্বিতীয় দুই বছরের মেয়াদে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিতে। ৯ আগস্ট অনুষ্ঠিত বিসিবির বোর্ড অফ ডিরেক্টরসের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। নতুন এই চুক্তির মাধ্যমে টনি হেমিং বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ বেতনের পিচ কিউরেটর হিসেবে নাম লিখাবেন।
বেতনের পাশাপাশি হেমিং পাচ্ছেন আরও কিছু বিশেষ সুবিধা। যেমন গুলশান ২-এ একটি সজ্জিত ফ্ল্যাট, ২৪ ঘণ্টা গাড়ি সুবিধা, মাসে ৩ হাজার টাকার মোবাইল বিল এলাউন্স এবং বছরে ৫০০০ ডলারের বিমান ভ্রমণের সুবিধা। যা সাবেক কিউরেটর গামিনী ডি সিলভার চেয়ে অনেক বেশি।
বিসিবির গ্রাউন্ডস কমিটি একটি টার্ফ ম্যানেজমেন্ট উইং গঠন করছে, যা স্বতন্ত্রভাবে হেমিংয়ের অধীনে পরিচালিত হবে এবং দেশের বিভিন্ন ভেন্যুর উইকেট ও আউটফিল্ড প্রস্তুত করবে। বিসিবি গ্রাউন্ডস কমিটির এক কর্মকর্তা জানান, হেমিং টার্ফ ম্যানেজমেন্ট প্রধান হিসেবে দায়িত্ব পালন ছাড়াও দেশের অন্যান্য কিউরেটরদের কাজ তদারকি করবেন।