ভারত–পাকিস্তান যু'দ্ধবিরতি: শুরু হচ্ছে পাকিস্তানের ঘরোয়া লিগ

ভারত–পাকিস্তান যু'দ্ধবিরতি: শুরু হচ্ছে পাকিস্তানের ঘরোয়া লিগ
ভারত–পাকিস্তান যু'দ্ধবিরতি: শুরু হচ্ছে পাকিস্তানের ঘরোয়া লিগ
চলমান অস্থির রাজনৈতিক পরিস্থিতির কারণে কিছুদিনের জন্য স্থগিত হয়ে পড়েছিল পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট কার্যক্রম। তবে এবার স্বস্তির খবর নিয়ে এলো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এক বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, দেশের পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হওয়ায় পুনরায় শুরু হচ্ছে পুরুষদের ঘরোয়া ক্রিকেট কার্যক্রম।
পিসিবির ঘোষণায় বলা হয়েছে, আজ থেকেই শুরু হচ্ছে রিজিওনাল ইনট্রা-ডিস্ট্রিক্ট চ্যালেঞ্জ কাপ এবং ইন্টার-ডিস্ট্রিক্ট অনূর্ধ্ব-১৯ একদিনের টুর্নামেন্ট। এই দুটি প্রতিযোগিতা পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের গ্রাসরুট পর্যায়ে প্রতিভা অন্বেষণের অন্যতম মাধ্যম হিসেবে বিবেচিত। বিশেষ করে তরুণ ক্রিকেটারদের উঠে আসার জন্য এসব টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
এছাড়া দীর্ঘদিন ধরেই প্রত্যাশিত প্রেসিডেন্টস ট্রফি গ্রেড-টু পুনরায় মাঠে ফিরবে ১৪ মে থেকে। এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো ইতোমধ্যে প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়েছে। প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ থেকে ২১ মে, সেমি-ফাইনাল মাঠে গড়াবে ২৪ থেকে ২৬ মে, এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৮ থেকে ৩১ মে পর্যন্ত।
পিসিবির এই সিদ্ধান্ত দেশের ক্রিকেটের জন্য ইতিবাচক বার্তা বয়ে আনবে। এটি শুধু প্রতিযোগিতার ধারাবাহিকতা বজায় রাখবে না, বরং খেলোয়াড়দের মনোবলও বাড়াবে। ভবিষ্যতের জাতীয় দলের জন্য সম্ভাবনাময় ক্রিকেটারদের যাচাই করার ক্ষেত্র হিসেবেও এসব টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ।