মিচেল-কারেন ও পাকিস্তানকে নিয়ে মন্তব্য; এবার ক্ষমা চাইলেন রিশাদ

মিচেল-কারেন ও পাকিস্তানকে নিয়ে মন্তব্য; এবার ক্ষমা চাইলেন রিশাদ
মিচেল-কারেন ও পাকিস্তানকে নিয়ে মন্তব্য; এবার ক্ষমা চাইলেন রিশাদ
পাকিস্তানে যুদ্ধ পরিস্থিতির মধ্যে আটকে পড়ার অভিজ্ঞতা তুলে ধরে বিদেশি ক্রিকেটারদের মানসিক অবস্থা নিয়ে মন্তব্য করেছিলেন বাংলাদেশের তরুণ লেগস্পিনার রিশাদ হোসেন। তাঁর সেই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তৈরি হয় বিতর্ক। বিষয়টি বুঝতে পেরে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন এই ক্রিকেটার।
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) চলাকালে ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনার কারণে টুর্নামেন্ট সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। তখন পাকিস্তানেই অবস্থান করছিলেন রিশাদ ও আরেক বাংলাদেশি ক্রিকেটার নাহিদ রানা। বিশেষ ফ্লাইটে দুবাই হয়ে দেশে ফেরার পথে রিশাদ এক সাক্ষাৎকারে বলেন,
'আসলে বিদেশি যারা ছিল, স্যাম বিলিংস বলেন, ড্যারিল মিচেল বলেন, কুশল পেরেরা, ডেভিড ভিসা এবং আমাদের (লাহোর কালান্দার্সের) টম কারেন… ওরা এত আতঙ্কিত ছিল যে মনে হচ্ছিল, এখনই যেতে পারলে বাঁচে। দুবাইয়ে নামার পর ড্যারিল মিচেল বলছিল, 'আমি আর কখনও পাকিস্তানে আসব না, এই পরিস্থিতিতে কখনোই না।' অনেক আতঙ্কে ছিল ওরা।'
তিনি আরও জানান, একটি ফ্লাইট বাতিল হওয়ার পর টম কারেনের মানসিক অবস্থা ছিল ভীষণ নাজুক। তাঁর ভাষায়, 'এয়ারপোর্টে গিয়েছিল (কারেন)। যাওয়ার পর যখন শোনে যে এয়ারপোর্ট বন্ধ, ফিরে আসার পরে ছোট বাচ্চাদের মতো কান্নাকাটি শুরু করেছিল। মনে হচ্ছিল… মানে ওকে দুই-তিন জন ধরে ইয়ে করছিল আর কী…এরকম অবস্থা ছিল।'
এই বক্তব্য ছড়িয়ে পড়ার পর সমালোচনার মুখে পড়েন রিশাদ। ক্রিকেটারদের ব্যক্তিগত মুহূর্ত প্রকাশ করাকে অনেকে অশোভন বলে উল্লেখ করেন। এরপর সোমবার নিজের ফেসবুক পোস্টে রিশাদ লেখেন, 'আমার একটি মন্তব্য সম্প্রতি বিভ্রান্তি তৈরি করেছে। দুর্ভাগ্যবশত এটি মিডিয়াতে ভুলভাবে এসেছে। অনেকের ভুল ধারণা তৈরি হয়েছে।'
তিনি আরও বলেন, 'আমি ভুল বোঝাবুঝির জন্য আন্তরিকভাবে ক্ষমা চাইছি। আমি ড্যারিল মিচেল এবং টম কারানের কাছে নিঃশর্তভাবে দুঃখ প্রকাশ করেছি। আমি আমার সতীর্থদের সম্মানের সঙ্গে দেখি।'
রিশাদ জানিয়েছেন, ভবিষ্যতে পিএসএল আবার শুরু হলে তিনি সেখানে খেলতে আগ্রহী।