তামিমদের সহজেই হারিয়ে দিল রংপুর
তামিমদের সহজেই হারিয়ে দিল রংপুর
তামিমদের সহজেই হারিয়ে দিল রংপুর
ন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে তামিম ইকবালের চট্টগ্রামের বিপক্ষে ৫ উইকেটের জয় পেয়েছে রংপুর বিভাগ। বুধবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ১৩২ রান করে চট্রগ্রাম। ৫ উইকেট হারিয়ে ১৯ বল হাতে রেখেই সেই লক্ষ্য তাড়া করে ফেলে রংপুর।
চট্রগ্রামের হয়ে ১০ বলে ১৩ রান করে এনামুল হকের বলে আউট হন তামিম ইকবাল। আরেক ওপেনার মাহমুদুল জয় করেন ১৪ রান। দলের হয়ে কেউ বড় রান করতে পারেনি। সর্বোচ্চ ২৭ রান আসে মুমিনুল হকের ব্যাট থেকে। তাছাড়া ২০ রান করেন ইরফান শুক্কুর।
রংপুরের হয়ে ৩ টি উইকেট তুলে নেন মুকিদুল মুগ্ধ, ২ টি পান আলাউদ্দিন বাবু।
১৩৩ রানের সহজ লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৩৭ বলে ৪১ রানের ইনিংস খেলে আউট হন ওপেনার তানবির হায়দার। নাইম ইসলাম করেন ১২ বলে ২৪ রান। এনামুল হকের বলে ১৯ বলে ২৫ রান করে আউট হন অধিনায়ক আকবর আলী। ৫ উইকেট হারানোর পরে আরিফুল হক ও আলাউদ্দিন বাবু ক্রিজে থেকে ম্যাচ জেতান দলকে।
চট্রগ্রামের হাসান মুরাদ পান ২ উইকেট। ম্যাচ সেরা হন আলাউদ্দিন বাবু।