Image

দক্ষিণ আফ্রিকায় প্রথম টি-টোয়েন্টি ১১ রানে হারল পাকিস্তান

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
দক্ষিণ আফ্রিকায় প্রথম টি-টোয়েন্টি ১১ রানে হারল পাকিস্তান

দক্ষিণ আফ্রিকায় প্রথম টি-টোয়েন্টি ১১ রানে হারল পাকিস্তান

দক্ষিণ আফ্রিকায় প্রথম টি-টোয়েন্টি ১১ রানে হারল পাকিস্তান

প্রথম টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়ে সিরিজে ১-০'তে এগিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংস শেষে ৯ উইকেটে ১৮৩ রান করে প্রোটিয়ারা। জবাবে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ১৭২ রানেই আটকে যায় পাকিস্তান।   
 
মঙ্গলবার ডারবানে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় হেনরিক ক্লাসেন। তবে শুরুটা ভালো হয়নি। দলীয় ২৮ রানেই বিদায় নেন ৩ ব্যাটার। তারপর ক্রিজে নেমে খেল দেখাতে শুরু করেন ডেভিড মিলার। অপর পাশে ব্যাটিংয়ে তাকে সঙ্গ দেন ক্লাসেন ও জর্জ লিন্ড।

ক্লাসেন ১২ রানে ফিরলে লিন্ডের সাথে ১৬ বলে ৩১ রানের উড়ন্ত জুটি গড়েন মিলার। ৪০ বলে ৮২ রান করে শাহীন আফ্রিদির বলে আউট হন মিলার। তার ইনিংসে ছিলো ৪ টি চার ও ৮ টি ছক্কা। শেষ দিকে লিন্ডের ঝড়ো ইনিংসে ১৮৩ রানের বড় সংগ্রহ পায় প্রোটিয়ারা। লিন্ড করেন ২৪ বলে ৪৮ রান। 

পাকিস্তানের হয়ে ৩ টি করে উইকেট পান শাহীন আফ্রিদি ও আবরার আহমেদ। 

১৮৪ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনিংয়ে নেমে ০ রানে ফেরেন বাবর আজম। অধিনায়ক রিজওয়ান খেলেন ৬২ বলে ৭৪ রানের ধীর গতির ইনিংস। সাইম আইয়ুব করেন ১৫ বলে ৩১ রান। 

ব্যাটিংয়ের মত বোলিংয়েও কার্যকরী জর্জ লিন্ডের আঘাতে পাকিস্তানি ব্যাটাররা ক্রিজে সেট হতে পারেনি। দ্রতই উইকেট হারিয়ে পিছিয়ে পড়ে তারা। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১৭২ এই থামতে হয় তাদের। লিন্ড একাই শিকার করেন ৪ উইকেট।

Details Bottom
Details ad One
Details Two
Details Three