Image

৬ দিনের গল টেস্টে নিউজিল্যান্ডকে হারিয়ে দিল লঙ্কানরা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 9 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
৬ দিনের গল টেস্টে নিউজিল্যান্ডকে হারিয়ে দিল লঙ্কানরা

৬ দিনের গল টেস্টে নিউজিল্যান্ডকে হারিয়ে দিল লঙ্কানরা

৬ দিনের গল টেস্টে নিউজিল্যান্ডকে হারিয়ে দিল লঙ্কানরা

নিউজিল্যান্ডের বিপক্ষে ৬৩ রানের জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল শ্রীলঙ্কা। এদিন জয়ের জন্য  ৬৮ রান দরকার ছিল নিউজিল্যান্ডের, হাতে ছিল ২ উইকেট। কিন্তু প্রবাথ জয়সুরিয়ার বলে ২ কিউই ব্যাটার তুলতে পেরেছে  মাত্র ৪ রান।

গলে বুধবার টস জিতে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে শ্রীলঙ্কা সংগ্রহ করে ৩০৫ রান৷  কামিন্দু মেন্ডিস পান সেঞ্চুরি।
জবাবে প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের সংগ্রহ ৩৪০ রান। তিন ফিফটিতে প্রথম ইনিংসে ৩৫ রানের লিড পায় তারা।

দ্বিতীয় ইনংসে এজাজ প্যাটেল আক্রমণত্বক হয়ে উঠলেও ৩০৯ রান করতে পারে লঙ্কান ব্যাটাররা। ফিফটি পান দিনেশ চান্ডিমাল ও অ্যঞ্জেলো ম্যাথুজ। এজাজ প্যাটেল শিকার করেন ৬ উইকেট।

 দ্বিতীয় ইনিংসে জেতার জন্য কিউইদের লক্ষ্য দাড়ায় ২৭৫ রানের। গলে এর আগে এত রান তাড়া করে জয়ের রেকর্ড নেই কারও। তবুও এগিয়ে যেতে থাকে নিউজিল্যান্ডে। তবে বেশী ধারাবাহিক উইকেট পতনের কারণে বেশীদূর যেতে পারেনি। 

কিউইয়ের পক্ষে একমাত্র লড়াই করা ব্যাটার রাচিন রবীন্দ্র। তিনি আউট হয়েছেন ৯২ রানে। মাত্র ২১১ রানেই থেমে যায় নিউজিল্যান্ডের ইনিংস। ফাইফার পান জয়সুরিয়া।

 দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নেওয়ায় ম্যাচসেরা হয়েছেন প্রবাথ জয়াসুরিয়ার হাতেই উঠেছে ম্যাচসেরার পুরস্কার।

Details Bottom