Image

আমেরিকা ফেরত সাকিব বাংলাদেশের রোদে 'কালো' হয়ে গেছেন

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 6 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
আমেরিকা ফেরত সাকিব বাংলাদেশের রোদে 'কালো' হয়ে গেছেন

আমেরিকা ফেরত সাকিব বাংলাদেশের রোদে 'কালো' হয়ে গেছেন

আমেরিকা ফেরত সাকিব বাংলাদেশের রোদে 'কালো' হয়ে গেছেন

যুক্তরাষ্ট্র থেকে ফিরে এসেই সাকিব আল হাসান খেলেছেন ডিপিএল সুপার লিগের ম্যাচ, প্রথম ম্যাচেই দেখা পেয়েছেন সেঞ্চুরির। তবুও সাকিব নেই স্বস্তিতে, বাংলাদেশের অতিরিক্ত গরম আর রোদে পুড়ে হয়ে গেছেন কালো। দেশের বর্তমান আবহাওয়া আর আসন্ন বিশ্বকাপের কথা মাথায় রেখে এবারের ডিপিএল ফরম্যাট ২০ ওভারের হতে পারত, এমনই বক্তব্য সাকিবের।

জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রাম পর্বে সাকিব আল হাসান না খেললেও ঢাকায় শেষ দুই ম্যাচে খেলা প্রায় নিশ্চিত। আজ রুবেল এক্সপ্রেসের বাইক শোরুম উদ্বোধনে গিয়ে সাকিব মজার ছলেই সাকিব বললেন,

'রোদে একটু পুড়ে গেছি, আমেরিকা গিয়ে একটু ফর্সা হয়েছিলাম তো এসেই ৪৩-৪৪ ডিগ্রিতে খেলতে গিয়ে একটু পুড়ে গেছি।'

'আমার কাছে মনে হয়েছে সুপার লিগটা যদি টি-টোয়েন্টি ফরম্যাটে হতো এটা আমাদের দেশের ক্রিকেটের জন্য ভালো হতো। একই সঙ্গে খেলোয়াড়দের দিকটাও যদি কেউ চিন্তা করতো তাহলে মনে হয় খুবই ভালো হতো। আমার মনে হয় খুবই অমানবিক, এরকম একটা পরিবেশে সারাটা দিন রোদের ভেতরে আমাদের খেলানো। এই জায়গাটাতে অনেক ভালো একটা দায়িত্ব নেয়া যেতো। একই সঙ্গে আমাদের জাতীয় দলের জন্যও উপকৃত হতো যেহেতু আমরা টি-টোয়েন্টি সংস্করণে বিশ্বকাপ খেলতে যাচ্ছি। আমার মনে হয় প্রস্তুতিটা খুব ভালো হতো, অল্প দিনে শেষ হয়ে যেতো সব খেলোয়াড়রা খেলতে পারতো। যে কোন কারণেই হোক করেনি। এই চিন্তাগুলো হয়ত আমাদের সামনে এগিয়ে নিয়ে যেতে পারবে।'

গত ৩ মে লিস্ট এ ক্রিকেটে সাকিব আল হাসান খেলতে নেমেছিলেন ৩০৭ তম ম্যাচ। এর মধ্যে ২৪৭ টি ম্যাচই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলা ওয়ানডে। ৬০ তম ম্যাচে এসে ঘরোয়া ক্রিকেটে প্রথমবারের মতো সেঞ্চুরি (লিস্ট-এ) তুলে নেন সাকিব। জাতীয় দলের হয়ে ৯ ওয়ানডে সেঞ্চুরির মালিক সাকিবের লিস্ট এ সেঞ্চুরির সংখ্যা এখন ১০।

Details Bottom
Details ad One
Details Two
Details Three