Image

বাংলাদেশের বিরুদ্ধে দাপট দেখানো খেলোয়াড়রা নেই দক্ষিণ আফ্রিকা সিরিজে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বাংলাদেশের বিরুদ্ধে দাপট দেখানো খেলোয়াড়রা নেই দক্ষিণ আফ্রিকা সিরিজে

বাংলাদেশের বিরুদ্ধে দাপট দেখানো খেলোয়াড়রা নেই দক্ষিণ আফ্রিকা সিরিজে

বাংলাদেশের বিরুদ্ধে দাপট দেখানো খেলোয়াড়রা নেই দক্ষিণ আফ্রিকা সিরিজে

দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি সফরের জন্য রমনদ্বীপ সিং, বিজয়কুমার ভিশককে দলে নিয়েছে ভারত। তবে রিয়ান পরাগ, মায়াঙ্ক যাদব এবং শিবম দুবে ইনজুরির কারণে জায়গা হারিয়েছেন। অভিষেকের অপেক্ষায় থাকা যশ দয়াল দলে জায়গা পেয়েছেন।

চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য প্রথমবারের মতো ভারতীয় দলে ডাক পেয়েছেন মিডল-অর্ডার ব্যাটার রমনদ্বীপ সিং এবং পেসার বিজয়কুমার ভিশক। যা ৮ নভেম্বর ডারবানে শুরু হবে। 

সম্প্রতি বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলা হারশিত রানা, ওয়াশিংটন সুন্দর এবং নিতিশ কুমার রেড্ডি বর্ডার-গাভাস্কার ট্রফির জন্য অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কারণে দলে নেই। স্পিন-বোলিং অলরাউন্ডার আক্সার প্যাটেল, পেসার যশ দয়াল এবং আভেশ খানকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টির জন্য ভারতীয় দল-

সুরিয়াকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), রিংকু সিং, তিলক বার্মা, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, আক্সার প্যাটেল, রমনদ্বীপ সিং, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, আর্শদ্বীপ সিং, বিজয়কুমার বিশক, আবেশ খান, যশ দয়াল।

Details Bottom
Details ad One
Details Two
Details Three