মিরাজের স্পিন জাদুতে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের হাসি
মিরাজের স্পিন জাদুতে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের হাসি
মিরাজের স্পিন জাদুতে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের হাসি
মিরাজের ফাইফারে একদিনও টিকল না পাকিস্তান। সফরকারী বাংলাদেশের সাথে দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে এক দিনও পার করতে পারল না শান মাসুদের পাকিস্তান। স্পিনার-পেসারদের সম্মিলিত প্রচেষ্টায় লাঞ্চের আগেই পাঁচ উইকেট নেই। দিনের শেষ সেশনে পাকিস্তান গুটিয়ে যায় ২৭৪ রানে। বাংলাদেশের পক্ষে বল হাতে সবচেয়ে সফল মেহেদী হাসান মিরাজ। ২২.১ ওভার বল করে নিলেন ফাইফার। টেস্ট ক্রিকেটে এটি মিরাজের ১০ম ফাইফার। এরপর বিনা উইকেটে ১০ রানে দিন শেষ করল বাংলাদেশ।
একটা সময় ১ উইকেটে পাকিস্তানের রান ছিল ১০৭, তারপর শুরু হয় বিপর্যয়। শেষ পর্যন্ত ২৭৪ রানে থামে স্বাগতিকদের প্রথম ইনিংস। এরপর প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়েই বাংলাদেশের দুই ওপেনার খেলে ওঠে দিনের বাকি দুই ওভার।
বাংলাদেশের পক্ষে বল হাতে সবচেয়ে সফল মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ দলে স্পিন বিভাগে সাকিব আল হাসানের সঙ্গে সবচেয়ে বড় শক্তি অফ স্পিনার মিরাজ। এই মিরাজই আবার জ্বলে ওঠলেন। ২২.১ ওভার বল করে নিলেন ফাইফার। টেস্ট ক্রিকেটে এটি মিরাজের ১০ম ফাইফার।
সকালের সেশনে ১, এরপর ৪ উইকেট নিয়ে দ্বিতীয় সেশনে সফল বাংলাদেশ। দিনের শেষ সেশনেও নিজেদের করে নেয় বাংলাদেশ। শেষটা করলেন মেহেদী মিরাজ। পাকিস্তান গুটিয়ে গেল ২৭৪ রানে। বোলারদের দাপটে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশময় এক দিন।
নিজেদের প্রথম ইনিংসে নামা বাংলাদেশ শুরুতেই হারাতে পারত ওপেনার সাদমান ইসলামকে। প্রথম বলেই জীবন পাওয়া সাদমান ৯ বল খেলে ৬, জাকির ৩ বল খেলে ০ রানে অপরাজিত। সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ পাকিস্তানের প্রথম ইনিংসের চেয়ে পিছিয়ে আছে ২৬৪ রানে, হাতে আছে পুরো ১০ উইকেট।