Image

অস্ট্রেলিয়াকে উড়িয়ে বিশ্বকাপ-প্রস্তুতি সারল ওয়েস্ট ইন্ডিজ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 5 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
অস্ট্রেলিয়াকে উড়িয়ে বিশ্বকাপ-প্রস্তুতি সারল ওয়েস্ট ইন্ডিজ

অস্ট্রেলিয়াকে উড়িয়ে বিশ্বকাপ-প্রস্তুতি সারল ওয়েস্ট ইন্ডিজ

অস্ট্রেলিয়াকে উড়িয়ে বিশ্বকাপ-প্রস্তুতি সারল ওয়েস্ট ইন্ডিজ

অস্ট্রেলিয়াকে উড়িয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। উইন্ডিজের ২৫৭ রানের জবাবে অস্ট্রেলিয়া করতে পারে ২২২। বিশ্বকাপ শুরুর আগে এই দুই দলের আগে ব্যাটিং অনুশীলন ভালোই হয়েছে বলা যায়। তবে পোর্ট অব স্পেনে জয় রাঙাতে ভুল করেনি উইন্ডিজের খেলোয়াড়রা, ৩৫ রানের ব্যবধানে ম্যাচ জেতে তারা।

টসে হেরে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে স্বাগতিকরা তোলে ২৫৭ রান। লক্ষ্য তাড়ায় নেমে ৭ উইকেট হারিয়ে ২২২ রানের বেশি করতে পারেনি অস্ট্রেলিয়া। ব্যাট হাতে ঝড় তুলেন নিকোলাস পুরান, মাত্র ২৫ বল খেলেই ৫ চার ও ৮ ছক্কায় ৭৫ রান করে পুরান জিতে নেন ম্যাচ সেরার পুরষ্কার।

নিকোলাস পুরান ও রোভম্যান পাওয়েলের ধ্বংসাত্মক ব্যাটিংয়ে কোনপ্রকার পাত্তাই পায়নি অজি বোলাররা। মাত্র ১৬ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি ছুঁয়েছেন নিকোলাস পুরান। শেষপর্যন্ত ২৫ বলে ৭৫ রানের ইনিংস খেলে মাঠ ছাড়েন। অধিনায়ক রোভম্যান পাওয়েল ২৫ বলে ৫২ রান করে সাজঘরে ফেরেন। তার ইনিংস সাজানো ছিল ৪টি করে চার ও ছক্কায়।

ইনিংসের শেষদিকে ১৮ বলে ৪৭ রান করে অপরাজিত থাকেন শেরফানে রাদারফোর্ড। তিনিও ৪টি চার ও ৪টি ছক্কা মারেন। এর আগে ওপেন করতে নেমে ৩১ বলে ৪০ রান করেন জনসন চার্লস। আরেক ওপেনার শাই হোপের ব্যাট থেকে আসে ৮ বলে ১৪ রান। ১৩ বলে ১৮ রান করে বিদায় নেন শাই হোপ। আর তাতেই ৪ উইকেটে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহে ২৫৭ রান।

পাহাড়সম লক্ষ্য তাড়ায় নেমে দারুণ শুরুর ইঙ্গিত দিয়েও বেশিক্ষণ উইকেটে টিকতে পারলেন না ডেভিড ওয়ার্নার। ইনিংসের দ্বিতীয় ওভারেই শামার জোসেফের ডেলিভারিতে বোল্ড, প্যাভিলিয়নে ফিরে গেছেন ১৫ রান নিয়ে। তিনে নামা অধিনায়ক মিচেল মার্শ ৪ রান করতেই হারিয়েছেন উইকেট। পাওয়ার প্লে শেষের আগে আরও এক উইকেট হারায় অস্ট্রেলিয়া। এবার ওভেদ ম্যাককয়ের শিকার অ্যাস্টন অ্যাগার।

এরপর অবশ্য ম্যাচে ফিরে আসে অস্ট্রেলিয়া। ফিফটি হাঁকিয়ে ফিরে যান জশ ইংলিশ। তার ৫৫ রানের ইনিংস আসে কেবল ৩০ বল থেকে। ১২ বলে ২৫ করেন টিম ডেভিড, ১৪ বলে ২৫ রান করেন ম্যাথু ওয়েড। যা অবশ্য দলের জয়ের জন্য যথেষ্ট হয়নি। শেষদিকে নাথান এলিস আর অ্যাডাম জাম্পার ক্যামিওতে হারের ব্যবধান কমেছে অস্ট্রেলিয়ার।

Details Bottom
Details ad One
Details Two
Details Three