আফগানিস্তান চায় 'ভারতে একটি ভালো হোম ভেন্যু' এবং আরও টেস্ট ম্যাচ
আফগানিস্তান চায় 'ভারতে একটি ভালো হোম ভেন্যু' এবং আরও টেস্ট ম্যাচ
আফগানিস্তান চায় 'ভারতে একটি ভালো হোম ভেন্যু' এবং আরও টেস্ট ম্যাচ
ক্রিকেটে সবথেকে কম সময়ে সবথেকে বেশি উন্নত হওয়া দলটার নাম আফগানিস্তান। গত ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপে বিশ্বকে রীতিমতো চমক লাগিয়ে দিয়েছে আফগান দলটা। তবে দুঃখজনক হলেও সত্যি যে নিজেদের দেশে কখনোই কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারেনি আফগানিস্তানের ক্রিকেটাররা। তাই ভারতে নির্দিষ্ট একটি মাঠে খেলার ইচ্ছার কথা জানিয়েছেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি।
২০২১ সালে নতুন করে তালেবান সরকার ক্ষমতা নেয়ার পর হুমকির মুখে পড়ে ক্রীড়াঙ্গন। কখনও ভারত, আবার কখনও তাদের হোম ভেন্যু সংযুক্ত আরব আমিরাত এভাবেই চলছে আফগানিস্তানের ক্রিকেট৷ ২ বছর আগে একবার বিসিবিকে বাংলাদেশকে হোম ভেন্যু করার প্রস্তাব দিয়েছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড।
সোমবার ভারতের গ্রেটার নয়ডায় নিউজিল্যান্ডকে বিপক্ষে টেস্ট আয়োজন করবে আফগানিস্তান। এর আগে ভারতে আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট আয়োজন করেছে তারা। তবে এবার পাকাপাকি ভাবেই ভারতের কোনো একটা মাঠকে হোম ভেন্যু বানাতে চায় আফগানিস্তান।
নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে সংবাদসম্মেলনে আফগানিস্তানের অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি বলেন, “ভারত আমাদের হোম ভেন্যু। আমরা যখন অন্য দেশগুলোকে স্বাগত জানাই, দেখা যায় তারা এখানে আমাদের চেয়ে বেশি খেলেছে। তাই আশা করি, ভারতে আমরা একটি নির্দিষ্ট ভালো ভেন্যু পাব এবং সেটিতেই সব খেলব। এটিই আমাদের জন্য বেশি কার্যকর হবে।”
“আমাদের ক্রিকেটারদের প্রথম শ্রেণির রেকর্ড খুব ভালো কারণ আমরা (আফগানিস্তানে) নিজেদের মাঠে খেলি, কন্ডিশন খুব ভালোভাবে জানি। আশা করি, ভবিষ্যতে দলগুলো আফগানিস্তানে যাবে। তখন আমাদের গড় এখনের চেয়ে ভালো হবে। এখন আশা করি আমাদের ক্রিকেট বোর্ড ও বিসিসিআই ভারতে একটি ভালো ভেন্যু দেবে, আমরা এক ভেন্যুতে অনেক ম্যাচ খেলতে পারব।”