Image

আয়ারল্যান্ডের বিপক্ষে বড় জয়ে বিশ্বকাপ-প্রস্তুতি সারল আফগানিস্তান

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 6 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
আয়ারল্যান্ডের বিপক্ষে বড় জয়ে বিশ্বকাপ-প্রস্তুতি সারল আফগানিস্তান

আয়ারল্যান্ডের বিপক্ষে বড় জয়ে বিশ্বকাপ-প্রস্তুতি সারল আফগানিস্তান

আয়ারল্যান্ডের বিপক্ষে বড় জয়ে বিশ্বকাপ-প্রস্তুতি সারল আফগানিস্তান

পোর্ট অব স্পেনে বৃষ্টির কারণে আফগানিস্তানের প্রথম প্রস্তুতি ম্যাচ ভেস্তে যায়। একদিন পর দ্বিতীয় ম্যাচে অবশ্য আগে ব্যাট পেয়ে ঝড় দেখায় আফগান ব্যাটাররা। ওপেনার গুলবেদিন নাইব সবচেয়ে বেশি তাণ্ডব চালান স্কটল্যান্ডের বোলারদের ওপর। তার ব্যাটে ৬৯ রান, কেবল ৩০ বল থেকে। আর তাতেই আফগানদের দেওয়া ১৭৯ রানের টার্গেট টপকাতে নেমে ১২৩ রানের বেশি করতে পারেনি স্কটল্যান্ড। 

৫৫ রানের বড় জয় নিয়ে ২০২৪ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ-প্রস্তুতি সারল রাশিদ খানের দল। টসে জিতে আগে ব্যাট করতে নামা আফগানিস্তান অবশ্য শুরুতেই হারায় রহমানউল্লাহ গুরবাজের উইকেট। তিনে নামা ইব্রাহিম জাদরানও প্যাভিলিয়নে ফিরে গেছেন দ্রুত। তবে ব্যতিক্রম ছিলেন ওপেন করতে নামা গুলবেদিন নাইন। ইনিংসের দ্বিতীয় ওভারে ব্র‍্যান্ডন ম্যাকমুলেনকে খরচ করান ২০ রান। ভয়ডরহীন ব্যাটিংয়ে মাত্র ২১ বলেই ৫০ ছুঁয়েছেন নাইব। 

তাকে সঙ্গ দেওয়া আজমতউল্লাহ ওমরজাইও ছিলেন ফিফটির খুব কাছে। তবে বিপত্তি বাঁধান মার্ক ওয়াট। ব্যক্তিগত ৪৮ রানে সাজঘরের পথ ধরতে হয় ওমরজাইকে। শেষপর্যন্ত গুলবেদিন আউট হন দলকে বড় সংগ্রহের পথে রেখে। ফেরার আগে তার ব্যাটে ৬৯ রান আসে কেবল ৩০ বলে। ২৩০ স্ট্রাইক রেটের এই ইনিংস সাজাতে বাউন্ডারির চেয়ে বেশি ৬ ছক্কা হাঁকান গুলবেদিন। 

মোহাম্মদ নবী এরপর ১৬ রান করে বিদায় নেন। শেষদিকে রাশিদ খান ৭ বলে ১৫ রানের ক্যামিও খেলেন। ইনিংসের শেষ বলে রাশিদ আউট হলে ১৭৮ রানে থামে আফগানিস্তানের সংগ্রহ। 

বড় লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকেই নিয়মিত আসা-যাওয়া স্কটল্যান্ডের ব্যাটারদের। প্রথম ৬ ব্যাটারের মধ্যে কেবল একজন ছুঁয়েছেন দুই অংকের ঘর। ১৮ বলে ওপেনার জর্জ মুনসির ২৮ রানের পর সর্বোচ্চ ৩৪ রানের ইনিংস খেলেন মার্ক ওয়াট। শেষপর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১২৩ রানে থামে স্কটল্যান্ড। ৫৫ রানের বড় জয় নিয়ে বিশ্বকাপের মূল পর্বে গেল আফগানিস্তান।

Details Bottom
Details ad One
Details Two
Details Three