Image

নেটে বুমরাহকে যেকারণে খেলেন না সুরিয়াকুমার যাদব

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 7 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
নেটে বুমরাহকে যেকারণে খেলেন না সুরিয়াকুমার যাদব

নেটে বুমরাহকে যেকারণে খেলেন না সুরিয়াকুমার যাদব

নেটে বুমরাহকে যেকারণে খেলেন না সুরিয়াকুমার যাদব

সুরিয়াকুমার যাদব আবারও ফিরেছেন মাঠের ক্রিকেটে। প্রথম ম্যাচে রান না পেলেও, দ্বিতীয় ম্যাচে স্বভাবজাত ব্যাটিং করেছেন। মুম্বাই ইন্ডিয়ান্সের দাপুটে জয়ে ব্যাট হাতে নিয়েছেন ১৯ বলে ৫২ রান। এদিকে বল হাতে দুর্দান্ত ছিলেন জাসপ্রীত বুমরাহ। একাই তুলেছেন প্রতিপক্ষের ৫ উইকেট, ৪ ওভার বল করে খরচ করেছেন মাত্র ২১ রান। সুরিয়াকুমার যাদব বলেন, বুমরাহর বল নেটে খেলেন না তিনি, খেললেই নাকি বাঁধে বিপত্তি। 

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু লক্ষ্যমাত্রা ছুড়ে দিয়েছিল ১৯৭ রানের। এই লক্ষ্যমাত্রা ভেদ করে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা ঘরের মাটিতে মুম্বাই দেখাবেই। তবে তা যে এত ভয়াবহ হবে, কে জানত! প্রতাপ দেখিয়ে ব্যাটিং করেছে দলটি। জয়ের বন্দরে পৌঁছে যায় ৪.৩ ওভার বাকি থাকতেই। 

এমন জয়ের দিনে সুরিয়াকুমারের ব্যাট হেসেছে, বল হাতে বুমরাহর কাছেও মুম্বাই পেয়েছে আশার ঝলকানি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বুমরাহকে নিয়ে ব্যক্তিগত এক ঘটনা প্রকাশ করেছেন সুরিয়াকুমার, “মোটামুটি প্রায় ২-৩ বছর হয়েছে যখন আমি বুমরাহর বল নেটে খেলেছি। কারণ সে হয় আমার ব্যাট ভেঙেছে, না’হয় আমার পা ভেঙেছে।” 

বুমরাহর নেওয়া ৫ উইকেট তাকে পৌঁছে দিয়েছে চলতি আইপিএলের উইকেট সংগ্রহকারীর তালিকায় শীর্ষে। যেখানে রাজস্থান রয়্যালসের লেগ স্পিনার যুজবেন্দ্র চাহালের সাথে যৌথ অবস্থানে আছেন এই ভারতীয় পেসার। 

সুরিয়াকুমার বলেন, “ওয়াংখেড়েতে ফেরা সবসময় ভালো লাগার। যখন টুর্নামেন্ট শুরু হয়, আমি মানসিকভাবে এখানেই ছিলাম। যদিও শারীরিকভাবে ছিলাম বেঙ্গালুরুতে (পুনর্বাসন প্রক্রিয়ায়)।”

টানা ৩ ম্যাচ হারের পর সর্বশেষ দুই ম্যাচে জয়ের দেখা পেল মুম্বাই। দলটি দিচ্ছে ফিরে আসার বার্তা। এদিকে বেঙ্গালুরুর ভাগ্য যেন কিছুতেই খুলছে না। মাত্র এক ম্যাচে জয় নিয়ে, সর্বশেষ চার ম্যাচে হার সহ মোট ৫ হার নিয়ে টেবিলের নবম দল তারা।

Details Bottom