Image

ম্যাচে বাজি ধরে এবার নিষিদ্ধ হলেন ইংলিশ পেসার ব্রাইডন কার্স

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 5 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ম্যাচে বাজি ধরে এবার নিষিদ্ধ হলেন ইংলিশ পেসার ব্রাইডন কার্স

ম্যাচে বাজি ধরে এবার নিষিদ্ধ হলেন ইংলিশ পেসার ব্রাইডন কার্স

ম্যাচে বাজি ধরে এবার নিষিদ্ধ হলেন ইংলিশ পেসার ব্রাইডন কার্স

ক্রিকেট ম্যাচে বাজি ধরার দায়ে ইংল্যান্ডের পেসার ব্রাইডন কার্সকে তিন মাসের জন্য সব ধরনের ক্রিকেট থেকে সাসপেন্ড করা হয়েছে। তাকে ২৮ আগস্ট পর্যন্ত যেকোনো ক্রিকেটে খেলা থেকে নিষিদ্ধ। যদি পরবর্তী দুই বছরের মধ্যে কোনো দুর্নীতিবিরোধী অপরাধ না করেন তাহলে তাকে আর কোনো শাস্তির সম্মুখীন হতে হবে না।

ক্রিকেটের বিভিন্ন ম্যাচে ৩০৩টি বাজি ধরার পর ইংলিশ ক্রিকেটার ব্রাইডন কার্স ১৬ মাসের নিষেধাজ্ঞা পেয়েছেন। ২৮ মে ২০২৪ থেকে ২৮ আগস্ট ২০২৪-এর মধ্যে যে কোনও ক্রিকেটে কার্স নিষিদ্ধ, বাকি নিষেধাজ্ঞা অবশ্য দুই বছরের জন্য স্থগিত থাকবে। কার্স পাঁচ বছরেরও বেশি সময় আগে যে ম্যাচগুলোতে জুয়া খেলেছিলেন তার কোনোটিতেই তিনি নিজে ম্যাচ  খেলেননি।

কার্স অক্টোবরে ইংল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে স্বাক্ষর করেছিলেন। কিন্তু ২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে বিভিন্ন ক্রিকেট ম্যাচে ৩০৩টি বাজি ধরার অভিযোগ স্বীকার করেছেন, যদিও তিনি যে ম্যাচগুলো খেলছিলেন সেগুলো নয়। কার্স তার নিষেধাজ্ঞা মেনে নিয়েছেন এবং বলেছেন যে তিনি ফিরে আসার জন্য উন্মুখ। 

২৮ বছর বয়সী এই পেসারকে ছয় মাস আগে বিশ্বকাপ দলে ডাকা হয়েছিল। এবার দুর্নীতিবিরোধী তদন্তের পর তাকে ১৬ মাসের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল - যার মধ্যে ১৩ মাস স্থগিত করা হয়েছে। বাজি ধরে তিনি ইসিবির জুয়ার নিয়ম লঙ্ঘন করেছেন।

কার্স ডারহাম কাউন্টি ক্রিকেটের ওয়েবসাইটে একটি বিবৃতিতে বলেছেন, 'যদিও এই বাজিগুলো বেশ কয়েক বছর আগে ছিল, এটি কোনও অজুহাত নয় এবং আমি আমার এই কাজের জন্য সম্পূর্ণ দায়বদ্ধ। আমার এই কঠিন সময়ে সমর্থন করার জন্য আমি ইসিবি, ডারহাম ক্রিকেট এবং পিসিএকে ধন্যবাদ জানাতে চাই। আমি আবার যখন খেলায় ফিরতে পারব তখন মাঠে সেই সমর্থন শোধ করার জন্য আমি আগামী ১২ সপ্তাহের কঠোর পরিশ্রম করব।'

Details Bottom
Details ad One
Details Two
Details Three